সাহিত্য পত্রিকা অনুরণন এর দশম বর্ষপূর্তি অনুষ্ঠান

0
190

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

অনু গল্পের সংকলন সম্মলিত সাহিত্য পত্রিকা ‘অনুরণন’ দশম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হল বেলদা গঙ্গাধর একাডেমিতে।এদিন এই উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।অনুকগল্পের ধরণ,অনুগল্প কিভাবে লেখা যেতে পারে এই সব ছিল সভার মূল উপজীব্য।

নিজস্ব চিত্র

এই আলোচনা সভায় উপস্থিত এলাকার বিশিষ্ট অনুগল্প কারেরা কয়েকটি অণুগল্প পাঠ করেন।ফিতে কেটে এই পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলদা গঙ্গাধর একাডেমী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ননীগোপাল সিট মহাশয়।এছাড়াও এদিন এই অনুষ্ঠানে এলাকার বাছাই করা সেরা অনুগল্প কারদের মধ্য থেকে সাতজনকে স্মারক, পুষ্পস্তবক ও পত্রিকা দিয়ে সংবর্ধিত করা হয়।এছাড়া এদিন সেরা অনুগল্পের সংকলন সম্বলিত গল্প গ্রন্থ ‘সেরা অনুরণন’ নামক একটি পত্রিকার ও প্রকাশ করা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সঞ্চালক অসিত বরণ বেরা,সহ-সম্পাদক তথা অসিত বরণ বেরার সহধর্মিনী অঞ্জলী বেরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।

আরও পড়ুনঃ প্রতিমা শিল্পীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here