সিবিআই ও ইডি-র ডিরেক্টরদের মেয়াদ বেড়ে ৫ বছর, কেন্দ্রের অর্ডিন্যান্সে সম্মতি রাষ্ট্রপতির

0
76

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্ক

সিবিআই ও ইডির ডিরেক্টদের মেয়াদ দুবছর থেকে বেড়ে হতে চলেছে পাঁচ বছর। রবিবার এক অর্ডিন্যান্স জারি করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাতে মিললো রাষ্ট্রপতির সম্মতি, অতএব নির্দ্বিধায় বাড়লো দুই কেন্দ্রীয় সংস্থার ডিরেক্টরের কার্যকালের মেয়াদ।

Ramnath Kovind

নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। পাশাপাশি, পশ্চিমবঙ্গের সারদা-নারদা থেকে শুরু করে কয়লা পাচার মামলাতেও সক্রিয় ভূমিকা রয়েছে ইডি-র। এছাড়াও, দেশজুড়ে কংগ্রেস-সহ প্রায় সমস্ত বিরোধী নেতার বিরুদ্ধেই তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইডি-র ডিরেক্টরের পদে সঞ্জয় মিশ্রকে রাখতে অত্যন্ত সচেষ্ট নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো নিয়ে বেশ জল ঘোলাও হয়।

২০১৮-য় ইডি-র ডিরেক্টর পদে দুবছরের জন্য নিয়োগ করা হয় সঞ্জয় মিশ্রকে। গত বছর তাঁর মেয়াদ এক বছর বাড়ানো হয়। তার জন্য ২০১৮-র নিয়োগের পুরনো নির্দেশিকায় সংশোধন করা হয়। এর বিরুদ্ধে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সম্প্রতি সেই মামলার শুনানিতে সরকারের পক্ষ থেকে বলা হয় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত শেষ করতেই মিশ্রর মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যসভার শূন্য দুই আসনে রাজ্যের বাইরের দুই প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে তৃণমূল কংগ্রেস

এরপরে সুপ্রিম কোর্ট তদন্ত শেষ করার স্বার্থে অবসরের পরেও যুক্তিসঙ্গত সময়ের জন্য মেয়াদ বাড়ানো যেতেই পারে বলে রায় দেয়। একই সঙ্গে জানায়, এর পর আর মেয়াদ বাড়ানো যাবে না। এ বার কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির সম্মতি মেলায় সঞ্জয় মিশ্র ইডি-র ডিরেক্টর পদে আরও দুবছর থাকতে পারবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here