পাকিস্তানের গৌরব সন্ত্রাসবাদ, রাষ্ট্রসংঘে জানাল ভারত

0
60

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

বিগত সাত দশকে সারা বিশ্বের সামনে নিজেদের সম্পর্কে বলার জন্য পাকিস্তানের একমাত্র গৌরব হল সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের প্রশ্নে রেকর্ড করা ভাষণে মুখ খুলেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার প্রতিবাদে পাকিস্তানকে কটাক্ষ করে বললেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সম্পাদক মিজিতো ভিনিতো।

Mijito Vinito | newsfront.co
মিজিতো ভিনিতো

নিজের বক্তব্যে ইমরান দাবি করেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ করা উচিত। জম্মু-কাশ্মীরের মানুষের স্বাধীনতা ও অধিকার খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। উপত্যকায় ভারতীয় বাহিনীর উপস্থিতি, সংখ্যালঘুদের প্রতি আচরণ ইত্যাদি নানা বিষয় নিয়ে অভিযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এছাড়াও, কাশ্মীর একটি পারমাণবিক দ্বন্দ্বের জায়গায় পরিণত হচ্ছে বলে হুঁশিয়ারি দেন পাক প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ইমরান খানের দাবির প্রতিবাদ জানিয়ে এ দিন সভাকক্ষ ছাড়েন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো।

আরও পড়ুনঃ রাষ্ট্রসঙ্ঘের কর্মচারীদের বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার প্রস্তুতি রাশিয়ার

ভারতের বক্তব্য পেশের সময়, ইমরান খানের বক্তব্য নস্যাৎ করে দিয়ে ভিনিতো বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই এই বিষয়ে অন্য দেশের নাক গলানোর প্রয়োজন নেই। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘এই সভাকে এমন একজনের মিথ্যা বক্তব্য শুনতে হল, যাঁর নিজের স্বপক্ষে কিছু বলার নেই, গর্বিত হওয়ার মতো কোনও ঘটনা নেই এবং বিশ্বের সামনে বলার মত কোন যুক্তিসঙ্গত পরামর্শ নেই।

আরও পড়ুনঃ ধনীদের সখের মূল্যে দূষিত পরিবেশ!

পরিবর্তে এই সভাকে ব্যবহার করে ভুয়ো তথ্য পেশ, অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনা এবং কুৎসা ছড়াতে দেখা গেল। যখন নিজের (পাক প্রধানমন্ত্রী) ভাষণ চালিয়ে গেলেন, তখন আমরা ভাবছিলাম , উনি কি আদৌ নিজের কথা বলছেন?’

আরও পড়ুনঃ ইউক্রেনে ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত কমপক্ষে ২২

ভারত ও দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদকে প্রত্যক্ষভাবে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে তুলধোনা করেন ভারতীয় কূটনীতিক ভিনিতো। তিনি বলেন, ‘এই দেশ (পাকিস্তান) ৩৯ বছর আগে দক্ষিণ এশিয়ায় গণহত্যা করেছিল। নিজেদের লোককেই মেরেছিল তারা। এই দেশই বারবার জঙ্গিদের অস্ত্র, টাকা ও অন্যান্য সবরকমের মদত যোগায়। এসবের একাধিক প্রমাণ রয়েছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে এই দেশেই সবথেকে বেশি জঙ্গি রয়েছে।’

একমাত্র সন্ত্রাসবাদকে মদত দেওয়া থামালে পাকিস্তান স্বাভাবিক হবে, আর যদি এভাবে চলতে থাকে তাহলে শুধু ভারত বা দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের পক্ষেই বিপজ্জনক হয়ে উঠবে পাকিস্তান,বলেন ভারতীয় কূটনীতিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here