মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
বৈদুতিক গাড়ি আনতে চায় টেসলা। কিন্তু চড়া শুল্কের কারণে বৈদ্যুতিক গাড়ি এখনও এদেশে আনেনি তারা। চলতি বছরের জুলাইয়ে এমনটাই জানিয়েছিলেন টেসলার সিইও ইলন মাস্ক।
সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বৈদ্যুতিক গাড়িতে কর হ্রাসের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরের কর্তাদের সঙ্গে দেখা করেছে আমেরিকার বৈদ্যুতিক গাড়ি সংস্থাটির অন্যতম কর্তা মনুজ খুরানা-সহ অন্যান্যরা। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর সঙ্গে যাতে মাস্কের সাক্ষাত হয়, সেই ব্যবস্থার জন্য আর্জিও জানিয়েছে টেসলা। যদিও এ প্রসঙ্গে কোনও পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।
টেসলার এই দাবিতে সরকারি কর্তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল। তাঁদের মতে, বিদেশে তৈরি বৈদুত্যিক গাড়িতে ছাড় দেওয়া হলে দেশীয় গাড়ি শিল্পের তরফে আপত্তি উঠতে পারে। এদিকে, যারা ইতিমধ্যেই এই খাতে বিপুল লগ্নি করেছে তাঁদের দাবি, বাজারে টেসলা যদি একটি সংস্থা হিসেবে বৈদ্যুতিক গাড়ি আনত তাহলে হয়ত করছাড় দেওয়া যেত, কিন্তু এখন তা কোনোভাবেই সম্ভব নয়।
আরও পড়ুনঃ কেন দেশ ছাড়ছেন উদ্যোগপতিরা, প্রশ্ন তুলে টুইট অমিত মিত্রের
অন্যদিকে, বৃহস্পতিবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেন, অন্য দেশে তৈরি করে ভারতে সেই বৈদ্যুতিক গাড়ি আনতে চাইলে কর ছাড় দেওয়া সম্ভব নাও হতে পারে তবে টেসলা যদি এ দেশেই বৈদ্যুতিক গাড়ি তৈরি করে, তাহলে তারা যে কর ছাড় চাইছে, সরকারের পক্ষ থেকে সংস্থাটিকে সেই কর ছাড়-ই দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584