নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুক্রবার জটেশ্বর ঠাকুর পঞ্চানন স্মৃতি প্রসার সমিতির পক্ষ থেকে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি উন্মোচন হল ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি এলাকায়।
এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় জটেশ্বরে। ওই শোভাযাত্রায় এলাকার ছোটো থেকে বড় সবাই অংশগ্রহণ করে। এদিনের শোভাযাত্রাটি জটেশ্বরের বিভিন্ন পথ পরিক্রমা করে, ফের জটেশ্বর চৌপথি এলাকায় এসে শেষ হয়।
তার পর রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি উন্মোচন করেন উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের লেখক তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বঙ্গরত্ন প্রাপক ধনেশ্বর রায়।
আরও পড়ুনঃ কোচবিহার জেলা সাধারণ সম্পাদকের গাড়িতে গুলি,প্রতিবাদে মাথাভাঙ্গা থানার সামনে বিক্ষোভ বিজেপির
এছাড়াও উপস্থিত ছিলেন, লীলাবতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র বসুনিয়া, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার পাল সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। জানা গিয়েছে, এদিন আলোচনা চক্র পাশাপাশি সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584