নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কাজের সূত্রে যারা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে আসা-যাওয়া করছেন, সকলের থার্মাল স্ক্রিনিংয়ের সাহায্যে শরীরের তাপামাত্রা মাপা শুরু হল পুরসভায়। এই কাজ করছেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। যেসব কাউন্সিলর রায়গঞ্জ পুরসভায় কাজ করতে আসছেন তাঁদেরও থার্মাল স্ক্রিনিং করে তাপমাত্রা মাপা হচ্ছে।
রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় চলছে স্যানিটাইজেশনের কাজ। অফিসে ঢোকার সঙ্গে সঙ্গেই প্রত্যেকের শরীরের তাপমাত্রা মাপছেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, যাঁরা অফিসের কাজে আসা-যাওয়া করছেন তাঁদের থার্মাল স্ক্রিনিং টেস্ট করা হচ্ছে।
আরও পড়ুনঃ ত্রাণের সাথে ড্রোন উড়িয়ে লকডাউনের নজরদারি বিধায়কের
পুরসভায় কোনও কাউন্সিলর এলেও তাঁদের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে। এই কাজ করছেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা । পাশাপাশি যাঁরা সকালে সাফাইয়ের কাজে যাচ্ছেন তাঁদেরও থার্মাল স্ক্রিনিং করে তাপমাত্রা মাপা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584