নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দীর্ঘ মেয়াদী অবৈজ্ঞানিক ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে পথে নামলেন পশ্চিম মেদিনীপুরের শিক্ষক-শিক্ষিকারা।রাজ্য সরকার ঘোষিত রাজ্যের বিদ্যালয় গুলিতে প্রায় টানা দুমাসের ছুটিকে অপরিকল্পিত,অবৈজ্ঞানিক ও হঠকারী আখ্যা দিয়ে পূর্ব নির্ধারিত গ্রীষ্মাবকাশকে বজায় রেখে ছাত্র-ছাত্রীদের স্বার্থের কথা ভেবে এই দীর্ঘমেয়াদী ছুটির সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবিতে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের মিছিল করলো এবিটিএ।
এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের রবীন্দ্রনগরের জেলা দপ্তর থেকে মিছিল শুরু হয়ে ক্ষুদিরাম মোড়,বিদ্যাসাগর মূর্তি, গান্ধী মোড়,পঞ্চুরচক, গোলকুঁয়া,বটতলা, হাসপাতাল রোড হয়ে পুনরায় গোলোকপতি ভবনে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ,সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান,জেলা নেতা সুধাপদ বসু প্রমুখ।
আরও পড়ুনঃ ফের আটকালো বিজেপির মিছিল,বিক্ষোভে বসলেন প্রার্থী
বিপদতারণ বাবু জানান, “এই ভাবে টানা দু’মাস ছুটি থাকলে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা যাবে না,ছাত্র-ছাত্রীদের পাঠাভ্যাস ব্যাহত হবে,মিড-ডে মিল কর্মসূচি মার খাবে, সর্বোপরি অভিভাবকরা সরকারী বিদ্যালয় ব্যবস্থার উপর আস্থা হারাবেন,শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণ উৎসাহিত হবে।তাই এবিটিএ চায় পূর্ব নির্ধারিত গ্রীষ্মাবকাশকে বজায় রেখে আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে এই দীর্ঘ মেয়াদী ছুটির পুনর্বিবেচনা করুক সরকার।” এদিনের মিছিলে দেড়শতাধিক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584