শ্যামল রায়,কালনাঃ
বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নৌকার যাত্রীরা।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার ভাগীরথী গঙ্গায় একটি নৌকা ও ভেসেলের মধ্যে ধাক্কা লাগে।
যাত্রীরা রক্ষা পেলেও এই ঘটনায় রক্তাক্ত হন নৌকার মাঝি শিবু বর্মণ।কালনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।অতিরিক্ত ঢেউ নদীতে থাকায় যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়।পরে ঘটনাস্থলে পুলিশ আসে ও কয়েক ঘন্টা পরে যাত্রী পারাপার চালু হয়।
স্থানীয় ও ফেরিঘাট সূত্রে জানা যায় যে, শান্তিপুরের দিক থেকে মালবাহী লোহার ভেসেল আসছিল কালনার ঘাটের দিকে।সেইসময় কালনা ফেরিঘাট থেকে শান্তিপুরের দিকে যন্ত্র চালিত একটি নৌকা যাত্রী নিয়ে যাচ্ছিলো।অভিযোগ সেই সময় ভেসেলের সঙ্গে ধাক্কা লাগে যন্ত্র চালিত নৌকার।
আরও পড়ুনঃ মহিষাদলে বাস দুর্ঘটনায় আহত ১০
তারফলে নৌকা দুলে উঠতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।এমনি সময় ভেসেলের বাঁশের একটি লাঠি মাঝি শিবু বর্মণের মাথায় লাগলে তিনি গুরুতর জখম হন।এরপরেই মাঝিকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
নদীতে অতিরিক্ত ঢেউ থাকায় ফেরিঘাট কর্তৃপক্ষ যাত্রী পারাপার বন্ধ করে দেন।খবর পেয়েই নদীর দুই পাড়েই পুলিশ আসে।
লোহার ভেসেলে ফেরি পরিষেবা স্বাভাবিক হয়।ফেরিঘাটের ম্যানেজার জয়গোপাল ভট্টাচার্য বলেন, ‘নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে।কালনার দিক থেকে শান্তিপুরের দিকে যাত্রীবাহী একটি যন্ত্র চালিত নৌকা যাচ্ছিল।
সেই সময় উল্টো দিক থেকে আসা মালবাহী লোহার ভেসেলে থাকা একটি বাঁশের লাঠির সঙ্গে নৌকা লেগে যায়।বাঁশটি ছিটকে মাথায় লাগে মাঝির।
কালনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।নদীতে ঢেউ থাকায় প্রায় দুই ঘন্টা ফেরি পারাপার বন্ধ ছিল।দু ঘন্টা পরে যাত্রী পরিষেবা স্বাভাবিক হয়।’
গত দু’বছর আগে কালনা ফেরিঘাটে ভবা পাগলার উৎসব শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে মৃত্যু হয়েছিল প্রায় কুড়ি জনের।
তারপরে মাঝেমধ্যেই ছোটখাটো ঘটনা ঘটছে যাকে না যাত্রী সাধারণের মধ্যে একটা আতঙ্ক সব সময় থাকে।
পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাঘ জানিয়েছেন যে ‘ফেরিঘাটের উন্নতিকল্পে অর্থ বরাদ্দ হয়েছে কাজ হয়েছে শুধুমাত্র যাত্রী পারাপার নিয়ে মাঝেমধ্যে ছোটখাটো ঘটনা ঘটলেও আমরা সদা সতর্ক এবং কর্তৃপক্ষকে বারবার নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছি আশা করব আগামী দিনে এই সমস্ত ছোটখাটো ঘটনা হাত থেকে রেহাই পাব আমরা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584