রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন আলিপুরদুয়ারের স্বাস্থ্য দফতরের প্রশাসক

0
66

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

নিজস্ব চিত্র

রাজ্যে এই প্রথম স্বাস্থ্য দফতরের এক প্রশাসক ফ্লোরেন্স নাইটিঙ্গেল রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন আলিপুরদুয়ারের সন্ধ্যা রানি জানা। তিনি আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কর্মরত। ১৯৯৩ সালের ২০ এপ্রিল আলিপুরদুয়ার জেলার ২ নং ব্লকের প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে স্টাফ নার্স হিসেবে যোগদান করেন তিনি।

 administrator gets the prize | newsfront.co
সন্ধ্যা রানি জানা।নিজস্ব চিত্র

ভালো কাজের জন্য একে একে তার পদন্নোতি হতে থাকে। বর্তমানে তিনি এই জেলার নার্সিং ষ্টাফদের প্রশাসক হিসেবে কর্মরত।আগামী ১২ জুলাই রাষ্ট্রপতি হাত থেকে পুরস্কার গ্রহন করতে ইতিমধ্যে দিল্লি রওনা হবেন সন্ধ্যা রানী জানা।

 administrator gets the prize | newsfront.co
জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক পূরন শর্মা।নিজস্ব চিত্র

রাজ্য থেকে বেশ কয়েকজন নার্স এই পুরস্কার পেয়েছেন।তবে জেলার স্বাস্থ্য দফতরের প্রশাসক হিসেবে রাজ্যে থেকে এই প্রথম সন্ধ্যা রানি জানা পাচ্ছেন এই সম্মান।তার রাষ্ট্রপতি পুরস্কার পাবার কথা জানাজানি হতেই খুশির হাওয়া জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মধ্যে।

জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক পূরন শর্মা জানান, তার এই কৃতিত্বে গোটা জেলা গর্বিত।রাজ্যে থেকে এই প্রথম নার্সিং প্রশাসক হিসেবে তিনি এই পুরস্কার পাচ্ছেন।তিনি জানান গভঃ অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে একটি নোটিফিকেশন বেড় হলে রাজ্যে সেটা জেলাকে সার্কুলেট করে।

তারপর নার্সিং ষ্টাফরা সে ভাবে আবেদন করেন। ওনারা কি কাজ করেছেন তা খতিয়ে দেখে সার্টিফাই করে তা দিল্লি পাঠিয়ে দিতে হয়। সেখান থেকেই বিবেচনা করে এই পুরস্কার প্রদান করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here