নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাতের অন্ধকারে তালা ভেঙে দুঃসাহসিক চুরি চন্দ্রকোনায়।পরপর চুরির ঘটনা ঘটল পঞ্চায়েত অফিস,আর আই অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রামীণ কাস্টমার সার্ভিস পয়েন্টে।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের তাতারপুরে জাড়া গ্রাম পঞ্চায়েত অফিসের বিল্ডিংয়ে থাকা তিনটি অফিসেই তালা ভেঙে সর্বস্য চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীদল। শনিবার সকালে প্রথমে স্থানীয়দের নজরে আসে পঞ্চায়েত অফিসের মূল গেটের তালা ভাঙা।
আরও পড়ুনঃ রাতের বেলা চন্দন গাছ চুরির চেষ্টা
খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়।পুলিশ এসে দেখে তিনটে অফিসেই তালা ভেঙে লুঠ করা হয়েছে সর্বস্ব।ভাঙা হয়েছে ১০ থেকে ১২টি আলমারির লকার।এমনকি পুলিশের চোখে ধুলো দিতে সিসিটিভির হার্ডডিক্স সহ ল্যাপটপ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
কত টাকা খোয়া গিয়েছে বাকি কি নথি খোয়া গিয়েছে এখনো সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।
গ্রাম পঞ্চায়েত প্রধান স্বদেশ প্রামাণিক বলেন,”শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে ল্যাপটপ সহ বেশকিছু প্রয়োজনীয় নথি খোয়া গেছে,পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছি।” এই এধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584