দশ কোটিপতি কন্যাকে বিয়ে করার বিজ্ঞাপন স্কুল শিক্ষকের

0
533

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

দশ কোটি টাকার সম্পত্তির মালিক এমন পাত্রীর সন্ধানে বিজ্ঞাপন কালিয়াগঞ্জের প্রাথমিক শিক্ষকের।অবাক ও হাস্যকর লাগলেও সম্প্রতি এক শিক্ষকের খবরের কাগজে এমন বিজ্ঞাপন দেখে রীতিমত মাথায় হাত পাত্রীর বাবাদের।

বিতর্কিত প্রকাশিত বিজ্ঞাপন।নিজস্ব চিত্র

সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক প্রাথমিক স্কুল শিক্ষক এক বাংলা দৈনিকে বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন সেখানে তিনি বলেছেন ঘরজামাই থাকতে চাই।

শিলিগুড়িতে ছোট ও উচ্চবিত্ত পরিবারে পাত্রীর দশ কোটি টাকার সম্পত্তি থাকা চাই। প্রকৃত বিয়ে করতে ইচ্ছুক এমন পাত্রী যোগাযোগ করুন।’ পাত্রের বয়স ৪২। ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা। পরিবারের একমাত্র পুত্রের বাড়ি উত্তর দিনাজপুর এর কালিয়াগঞ্জে।

বিয়ের এহেন বিজ্ঞাপন দেখে রীতিমতো শোরগোল নেট দুনিয়ায়।

বিয়ের বিজ্ঞাপনে অনেক ক্ষেত্রেই পাত্র-পাত্রী নিজেদের চাহিদার কথা খোলসা করে থাকেন কিন্তু মেয়ের ১০ কোটি টাকা থাকলে তবেই বিয়ে করবেন,এমন বিজ্ঞাপন দেখে রীতিমতো ক্ষুব্ধ নারীবাদীরা।

আরও পড়ুনঃ রেল টিকিটে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন,নির্বাচন বিধিভঙ্গের বিরুদ্ধে সরব বিরোধীরা

তাঁদের কথায়,ওই স্কুলশিক্ষক এই বিজ্ঞাপন দিয়ে সমগ্র নারী জাতিকে অপমান করেছেন দশ কোটি টাকা থাকলে এমন পাত্রের সঙ্গে কেনই বা কেউ বিয়ে দেবেন পাত্রীকে সে প্রশ্নও করেছেন। তবে প্রশ্ন উঠেছে ওই পাত্রের পেশা নিয়ে।একজন স্কুলশিক্ষক কীভাবে এই ধরনের চাহিদার কথা কাগজে বিজ্ঞাপন দিতে পারে।

পণ নিয়ে বিয়ে করা এটাই তো বেআইনি।এখানে তো আবার টাকার কথাও উল্লেখ করেছেন পাত্র।বিজ্ঞাপন দেখে বহু লোকের বিদ্রুপের মুখে পড়ে খবরের কাগজে দেওয়া পাত্রের ফোন নম্বর বন্ধ দেখাচ্ছে বলে জানা যায়। ঘটনায় বিস্মিত অনেকেই শিক্ষকের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here