নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
উত্তরপ্রদেশের একটি উচ্চ ফৌজদারি আদালত সাতজন সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনকারীকে বেল-এ মুক্তি দেওয়ার রায় ঘোষণা করেছে। গতবছর ডিসেম্বরে আন্দোলন চলাকালীন পুলিশকে আক্রমণ করার চেষ্টা এবং দাঙ্গার পরিবেশ তৈরি করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।
পুলিশের তরফ থেকে আদালতে অভিযোগ এসেছিল যে অভিযুক্তরা বিক্ষোভে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করেছিল এবং কয়েকজন পুলিশকর্মী তাতে গুলিবিদ্ধ হন। তবে মামলার যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখে কোর্ট এই অভিযোগ অস্বীকার করেছে।
অভিযুক্তদের মধ্যে শুধুমাত্র ইমরান নামের এক বিক্ষোভকারীর নামই এফআইআর-এ উদ্ধৃত ছিল এবং তাকে বিক্ষোভের মাঝেই গ্রেফতার করা হয়েছিল। মামলাটি অভিযোগের ভিত্তিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু এক্ষেত্রে দাঙ্গা এবং পুলিশের উপর আক্রমণের কথা উল্লেখ করা হয়েছিল।
এফআইআর-এর বিবৃতি অনুযায়ী, শাফিক আহমেদ এবং ইমরান সিএএ-এনআরসি-র বিরুদ্ধে জালালাবাদে ৭৪ নং জাতীয় সড়ক অবরোধ করে ১০০-১৫০ জনের একটি মিছিল নিয়ে অগ্রসর করছিল। এই পরিস্থিতিতে বহু মানুষ বিপদগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে তাদের জীবন নিয়ে বিভিন্ন ঝুঁকির মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছিল পুলিশের পক্ষ থেকে।
এই ঘটনায় একশোর বেশি মানুষের নামে সন্ত্রাস ছড়ানো, জনগণের সম্পত্তি ধ্বংস-সহ বিভিন্ন কারণে এফআইআর লিখে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু শুনানি চলাকালীন প্রশাসনিক তরফে বক্তব্য ওঠে যে, ‘ন্যূনতম শক্তি’ প্রয়োগ করে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হয়েছিল।
তবে সবদিক খতিয়ে দেখে, এলাহাবাদ হাইকোর্ট স্বতঃপ্রবৃত্ত বিচারের উপর ভিত্তি করেই সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এই পুলিশি সহিংসতার অভিযোগের রায় ঘোষণা করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584