‘পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছে জোট’, বিস্ফোরক মন্তব্য দিলীপের

0
59

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

রবিবার বামেদের ভরা ব্রিগেডে প্রকাশ্যে এসে গেছে কংগ্রেস ও আইএসএফের মতানৈক্য। আসন সমঝোতা নিয়ে অধীর চৌধুরী ও আব্বাস সিদ্দিকীর দড়ি টানাটানি এতদিন ছিল চার দেওয়ালের মাঝে। কিন্তু সংযুক্ত মোর্চার মঞ্চে তা প্রকাশ্যে আনলেন সিদ্দিকী বলে অভিযোগ কংগ্রেসের। তাতেই বাড়ে বামেদের অস্বস্তি। আর এই সুযোগকে হাতিয়ার করেই জোট নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিজেপি।

Dilip Ghosh | newsfront.co
দিলীপ ঘোষ, সাংসদ। ফাইল চিত্র

রবিবারের ব্রিগেড নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাকে গ্রেটার বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে বাম-কংগ্রেস-আইএসএফ জোট।’

মেদিনীপুরের এই সাংসদ আরও বলেন,’ব্রিগেডের মঞ্চেই স্পষ্ট হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছে জোট।’ তাঁর এমন রাজনৈতিক অভিযোগের পালটা দিয়েছেন সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তীও। সুজন চক্রবর্তীর কথায়,’ইতিহাস বিকৃত করছেন দিলীপ ঘোষ। অতীত ঘাঁটলেই স্পষ্ট হয়ে যাবে কারা ধর্মের নামে বাংলাকে ভাগ করার চেষ্টা করেছে।’ সুজনের দাবি, আসলে সংযুক্ত মোর্চাকে ভয় পাচ্ছে বিজেপি । সেই কারণেই এমন মন্তব্য দিলীপ ঘোষের।

আরও পড়ুনঃ একুশের বাংলা নির্বাচনে মহিলা ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। আর ভোট প্রচারের ক্ষেত্রে বিজেপি ধর্মের তাস খেলছে বলে আগেই সরব হয়েছে বাম-কংগ্রেস ও তৃণমূল। ব্রিগেডর পর সেই ইস্যুতেই তিনদলকে একযোগে আক্রমণ করেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ‘আব্বাসের সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করেছেন বাম ও কংগ্রেস নেতারা। আর তাদের ইন্ধন দিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলও।’

আরও পড়ুনঃ ব্রিগেডে মিলনের মাঝেই দ্বন্দ্ব

শমীক ভট্টাচার্যের আরও প্রশ্ন, ‘বিজেপির রাজনীতিকে সাম্প্রদায়িক রাজনীতি বলেন এঁরা। তাহলে আব্বাসের রাজনীতিটা কী?’ এবার বামেদের ‘আব্বাস প্রীতি’ নিয়ে সুর চড়ালেন দিলীপ ঘোষও। এদিকে, জোটের জট কাটাতে দ্রুত আসন রফা করতে উদ্যোগী বাম-কংগ্রেস।

ব্রিগেডের ঘটনার পরই কংগ্রেস হাইকমান্ড থেকে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাই সোমবারই আলিমুদ্দিনে বৈঠকে বসতে চলেছেন দুই শরিক দলের নেতারা। বৈঠকে উপস্থিত থাকার কথা বিমান বসু, মহম্মদ সেলিম, অধীর চৌধুরী-সহ অন্যান্য নেতাদের।

গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা মিটিয়ে নিয়ে আসন রফার পথে হাঁটবেন তাঁরা। তবে অধীর ইতিমধ্যেই সাফ জানিয়ে দিয়েছেন, মালদহ ও মুর্শিদাবাদে কোনও আসন ছাড়বে না কংগ্রেস। ফলে সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সমীকরণ কী দাঁড়ায়, সেটাই এখন লাখ টাকার সওয়াল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here