রাস্তায় এক হাঁটু গর্ত,গ্রামে ঢুকতে নারাজ অ্যাম্বুলেন্সও

0
39

শিবশঙ্কর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে  অ্যাম্বুলেন্স গ্রামে আসতে ভয় পায়।কেউ আস্তেই  চায় না গ্রামে।কারণ একটাই, গ্রামে বেহাল রাস্তা।রাস্তার অবস্থা এতটাই খারাপ যে তাতে হাঁটুসমান গর্ত হয়েছে।তাই ভয়ে কোন গাড়ি যেতে চায় না গ্রামে।

নিজস্ব চিত্র

বেশ কয়েকবার রাস্তা সংস্কারের জন্য টাকা এলেও কাজ কোন হয়নি।ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের এড়েন্দা এলাকার মানুষের মধ্যে।দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন এলাকার প্রায় ১০ হাজার মানুষ বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

বেহাল রাস্তা।নিজস্ব চিত্র

এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন আউটিনা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট।অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।জানা গেছে,তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাট থেকে এড়েন্দা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা।

নিজস্ব চিত্র

৬ কিলোমিটার রাস্তাটি বছর কুড়ি আগে তৈরি হয়।দীর্ঘদিন আগে রাস্তাটি তৈরি হলেও,পরে তার একবারও সংস্কার করা হয়নি।এই রাস্তায় কাকনা,এড়েন্দ্রা,চকবৃন্দাবন, গলসি সহ মোট ছয় সাতটি গ্রাম রয়েছে।এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় ৮ থেকে ১০ হাজার লোক যাতায়াত করে।এ রাস্তায় রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র।

আরও পড়ুনঃ দীর্ঘদিনের বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে সোচ্চার এলাকাবাসী

অভিযোগ,দীর্ঘদিন রাস্তাটির বেহাল থাকায় তা সংস্কারের জন্য টাকা এলেও কোন কাজ হয়নি বলেও অভিযোগ। এদিকে রাস্তা সংস্কার না করা হাঁটু সমান গর্ত হয়েছে।সেই গর্তে একটু বৃষ্টি হলে জল জমে যায়। মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা। এলাকার পড়ুয়াদের স্কুল কলেজে যেতে ব্যাপক সমস্যায় পড়তে হয়।

কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স পর্যন্ত গ্রামে আসতে চায়না। গ্রামে গাড়ি নিয়ে ঢুকলে পরে যদি আর বের হতে না পারেন বা মাঝ রাস্তায় আটকে যান সেই ভয় কাজ করে।গ্রামবাসীদের দাবি এবার রাস্তাটি সংস্কার করা হোক। না হলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here