নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর মেদিনীপুর শহরের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান নজরগঞ্জের বিবেকানন্দ বিদ্যাপীঠের ৩১ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো শুক্রবার সন্ধ্যায়। সমবেত অতিথিদের উপস্থিতিতে শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।

আরও পড়ুনঃ ডরম্যান্ট গার্ডেন পাবলিক স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত বলরাম সেনগুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উদ্বোধনী সঙ্গীত হিসাবে সমবেত ভাবে পরিবেশিত হয় আগুনের পরশমনি গানটি।স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের অধ্যক্ষ স্নেহময় সেনগুপ্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে, বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, সমাজসেবী প্রসেনজিৎ সাহা, খড়্গপুর ডনবসকো স্কুলের চেয়ারম্যান অশোক আগরওয়াল, ডনবসকোর অধ্যক্ষ প্রশান্ত বাসুদেব,শিক্ষাব্রতী নির্মলেন্দু দে,বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজের প্রধান শিক্ষক অরূপ ভূঞ্যা,শিক্ষব্রতী সুকুমার মান্না, আয়োজক বিদ্যালয়ের চেয়ারপার্সন অঞ্জলি সেনগুপ্ত,অশোক কুমার নায়েক, গোপাল সাহা প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।


আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, নাটকের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের সফল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের সূচনা হয়।
অনুষ্ঠানের শেষলগ্নে অনুষ্ঠিত আয়নার ছবি, অবাক জলপান, রামকৃষ্ণ বন্দনার মতো নাটকগুলি ছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অর্ণব বেরা। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিবেকানন্দ বিদ্যাপীঠের চেয়ারপার্সন অঞ্জলি সেনগুপ্ত ও অধ্যক্ষ স্নেহময় সেনগুপ্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584