নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
এবার সাংস্কৃতিক দিক দিয়ে সকল ছাত্র-ছাত্রীকে আগ্রহী করে তোলার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া গান্ধি বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গণে জ্যোৎস্নাময়ী সংগীত কলাকেন্দ্র র উদ্যোগে রবিবার সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার ছাত্র ছাত্রীদের মধ্যে নির্বাচিত করা হবে এবং আগামী দিনে তারা যাতে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে তারই জন্য এই সঙ্গীতানুষ্ঠান।
আরও পড়ুনঃ ব্রাহ্মণ কল্যান সমিতির পঞ্চম বার্ষিক সম্মেলন
এছাড়াও আগামী দিনে পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে জল অপচয় ও গাছ লাগান জীবন বাঁচান কর্মসূচিকে মাথায় রেখে সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বোধ তৈরি করার সচেতনতা জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন দাস ঠাকুর, অজিত কুমার বেড়া সহ এলাকার বিশিষ্ট জনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584