নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সিএএ-র প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল দিল্লির লালকেল্লা-সহ বেশি কিছু এলাকা।
বেঙ্গালুরুর মতো ১৪৪ ধারা চলছে দিল্লির কয়েকটি জায়গায়। তার মধ্যে লালকেল্লা চত্বরও রয়েছে। কিন্তু তা উপেক্ষা করেই এ দিন সকাল থেকে ভিড় জমাতে থাকেন বিক্ষোভকারীরা।
Police direct journalists to move away from #RedFort.
Our reporter @sighyush questions them. pic.twitter.com/PmO3zIMOKm
— newslaundry (@newslaundry) December 19, 2019
সূত্রের খবর, আগে থেকেই সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভকারীরা লালকেল্লার সামনে জমায়েত হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।
.@_YogendraYadav says it's an "honour" to be detained, a "small tribute to Ashfakulla Khan and Ramprasad Bismil".
He says "a thousand protesters already detained" and "thousands" are on the way. pic.twitter.com/mHpfG1CxYV
— newslaundry (@newslaundry) December 19, 2019
.@_YogendraYadav says it's an "honour" to be detained, a "small tribute to Ashfakulla Khan and Ramprasad Bismil".
He says "a thousand protesters already detained" and "thousands" are on the way. pic.twitter.com/mHpfG1CxYV
— newslaundry (@newslaundry) December 19, 2019
আরও পড়ুনঃ সিএএ বিরোধী প্রতিবাদ আন্দোলনে গ্রেফতার ইতিহাসবিদ রামচন্দ্র গুহ
এ দিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন স্বরাজ ইন্ডিয়া-র সর্বভারতীয় সভাপতি যোগেন্দ্র যাদব। পুলিশ তাঁকেও আটক করে বলে জানা গিয়েছে। দিল্লির মান্ডি হাউসে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি সামাল দিতে সেখানে র্যাফ নামানো হয়। এমনকি সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লিতে এ দিন ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এই মেট্রো স্টেশনগুলোর মধ্যে রয়েছে, লাল কিলা, জামা মসজিদ, চাঁদনি চক, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জাসোলা বিহার, শাহিন বাগ এবং মুনিরকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584