শিয়ালদহ স্টেশনে তামাক সেবন বিরোধী কর্মসূচি পালন চিকিৎসক সংগঠনের

0
93

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ

the anti-social program at sealdah
নিজস্ব চিত্র

সাধারণ মানুষকে তামাক সম্পর্কে সচেতন করতে এগিয়ে এলো চিকিৎসকদের সংগঠন।৩১ মে বিশ্ব তামাক বিরোধী দিবসে সারা বিশ্ব সহ ভারত এক কঠিন বিপদের মুখে দাঁড়িয়ে। সচেতনতার অভাবে ওরাল ক‍্যান্সার এক নির্মম মারন ব্যাধিতে পরিনত হয়েছে।তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আইডিএ গ্রেটার কলকাতা শাখার জনস্বাস্থ্য কমিটির উদ্যোগে স্বাস্থ্য কর্মীদের একটি দল তামাক সেবন বিরোধী কর্মসূচি পালন করলো শিয়ালদা স্টেশন চত্বর এলাকায়।

the anti-social program at sealdah
নিজস্ব চিত্র

কর্মসূচিটিকে শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহের নিয়ম মাফিক সেমিনার এর মধ্যে আটকে না রেখে একদম মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।সংগঠনের সদস্য ডাঃ পল্লব কুমার দে বলেন “আমাদের সংগঠন সবদিনই বিশ্বাস করে নিজেকে মানুষের সামনে দাঁড় করিয়ে নিজেদের তাদের আয়না তে দেখা।

আরও পড়ুনঃ বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন

আমাদের এই কর্মসূচির ফলে একজন মানুষও যদি তামাক সেবন থেকে বিরত হন তা আমাদের সংগঠনের চলার পথে পাথেয় হয়ে থাকবে।আমি বাকি সংগঠন দের অনুরোধ করব চার দেওয়ালে আবদ্ধ না থেকে মানুষের পাশে দাঁড়িয়ে কর্মসূচি নিন, যা এই সময়ে অত্যন্ত প্রয়োজনীয়।”চিকিৎসকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রী সাধারণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here