সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফের চালু হতে চলেছে বিএড-এর ভর্তি প্রক্রিয়া ।আজ ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আর্জি জানানো যাবে ভর্তি প্রক্রিয়ার জন্য।
তবে একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই আর্জি জানাতে পারবেন ।প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএড-এর ভর্তি প্রক্রিয়া কিছুদিন আগেই শুরু হয়েছিল। কিন্তু তারপরেই এই ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যায় পড়ুয়াদের আন্দোলনের জেরে।
পড়ুয়াদের অভিযোগ ছিল, রাজ্য শিক্ষা দপ্তরের যে নির্দেশ সেই অনুযায়ী বিএড-এর ভর্তির ক্ষেত্রে নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দের আশি শতাংশ সংরক্ষণ এবং অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কুড়ি শতাংশ সংরক্ষণ থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নিয়ম মানেনি।
আরও পড়ুনঃ স্কুল পালানো রুখতে উদ্যোগ প্রধান শিক্ষকের
বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই জানিয়েছে, সমস্ত আবেদনকারীকেই ভর্তি নেওয়া হবে। পরে বেঁচে থাকা সিটগুলিতে ভর্তি নেওয়া হবে অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের। আবেদন প্রক্রিয়া শেষ হবার পরে শুরু হবে ভর্তি প্রক্রিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584