নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নিজের বাড়ির সামনে দিয়ে বিজেপির বিজয় মিছিল চলাকালীন বিজেপি সমর্থকদের দেখে কটূক্তির অভিযোগ তৃণমূল সমর্থক মহিলার বিরুদ্ধে।যদিও এই অভিযোগ অস্বীকার করেন ওই মহিলা।
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জয়লাভের পর দাঁতন ব্লক এর বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা নজরে আসে।রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের যতিবাড়,কুসুমি বিভিন্ন জায়গায় মিছিল চলাকালীন বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টির চেষ্টা করে তৃণমূল।
আরও পড়ুনঃ বিধায়ককে ঘিরে বিক্ষোভ বিজেপির,উত্তপ্ত খেজুরি
কুসুমি বুথে মিছিল চলাকালীন লক্ষ্মী প্রিয়া জানা নামে এক মহিলা কটুক্তি করে বলে অভিযোগ বিজেপির।অশালীন মন্তব্যের কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা।পুলিশ স্থানীয় বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে তারা।তবে মিছিলের কারণে এলাকাজুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।চাপা উত্তেজনা রয়েছে গোটা গ্রামজুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584