সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
মদ্যপদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।এলাকার মানুষজন স্থানীয় ক্লাবকে জানালে ক্লাবের তরফ থেকে প্রতিবাদ করায় মদ্যপরা ক্লাব ভাংচুর চালায়।
থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্লাব কর্তৃপক্ষ সহ এলাকার মানুষ জন।অভিযোগ স্থানীয় যুবক সন্তু মণ্ডল,উত্তম কুঁতি ও তার দলবল এলাকায় মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করে ও পাশাপাশি সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।
এলাকার মানুষজনকে ভয় দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছে পাশাপাশি মহিলারাও ভয়ে বের হতে পাচ্ছে না।নিরাপত্তা হীনতায় ভুগছে গোটা পাড়া।বাচ্ছাদের নিয়ে বাইরে বের হতে ভয় পাচ্ছে কারণ পাছে কিছু হয়ে যায়। আর ভয় দেখিয়ে যেকোন জিনিস আদায় করা ও এলাকার অঙ্গনওয়ারি স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের নাচ গান বাধা দেওয়ায় নাচ গান সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার জোগাড়।
আরও পড়ুনঃ পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর মাথা মুড়িয়ে অত্যাচার
বাচ্চাদের শরীর চর্চা জন্য ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হতো কিন্তু এদের অত্যাচারে তাও বন্ধ হয়ে গেছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পূর্ব কন্যা নগর ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে।
ক্লাব সভাপতি কুন্তল জানা জানান যে “আমরা শিবতলা সাধারণ সংঘ ক্লাবের পক্ষ থেকে ওদের কে সাবধান করি সেই জন্য রাত ২:৩০ নাগাদ ক্লাবের দরজার চৌকাট ভেঙে ক্লাবের মধ্যে ঢুকে তাণ্ডব চালায় পাশাপাশি দরকারি নথিপত্র লোপাট করে দেয় এই নিয়ে আমরা বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584