নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পয়সা দিয়ে পুজো কেনার চেষ্টা করছে রাজ্য সরকার। কোথাও ২৫০০০, কোথাও ১০০০০, কথা ৫০০০, এভাবেই টাকা দিয়ে পুজোর উদ্বোধন করানো হচ্ছে তৃণমূল নেতাদের দিয়ে, পুজো কমিটি গুলিকে টাকা দেওয়ার প্রসঙ্গে এই ভাষাতেই রাজ্য সরকার তথা তৃণমূলকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
চলতি বছরে জেলায় বেশ কয়েকটি পুজো উদ্বোধনের কথা দিলীপ ঘোষের, এরমধ্যে আবার বেশ কয়েকটি পূজো এতদিন উদ্বোধন করে এসেছেন তৃণমূলের দাপুটে নেতা-মন্ত্রীরা। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, মানুষ চাইছে তাই পরিবর্তন আসছে।
আরও পড়ুনঃ এবার কি গ্রেফতার হবে মুকুল প্রশ্নের জবাবে সিবিআইকে সাহায্যের বার্তা দিলীপের
মানুষ যাকে নিজের প্রতিনিধি মনে করে তাকেই ডাকে, সাংসদ হিসেবে মানুষ আমায় ডেকেছে তাই আমি যাব দাবি দিলীপ ঘোষের। জেলাতে এবার পুজোয় রাজনৈতিক রঙ ব্যাপক বিস্তৃতি লাভ করবে এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584