এনআরসি বিষয়ে খবর করতে সাংবাদিকদের নিতে হবে বিশেষ অনুমতি

0
79

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সম্প্রতি এক সাংবাদিকের দায়ের করা একটি আরটিআই এর জবাবে অসম সরকার জানিয়েছে, আগের মতো যথেচ্ছ ভাবে অসমে ঢুকে বিদেশি সাংবাদিকরা আর খবর সংগ্রহ করতে পারবেন না।

assam government strict to journalist | newsfront.co
প্রতীকী ছবি

জাতীয় নাগরিকপঞ্জির (এনসিএল) থেকে যে সমস্ত বিদেশি সাংবাদিকরা অসম নিয়ে খবর করার চেষ্টা করছেন এখন থেকে ওই রাজ্যে ঢুকতেই বাধা দেওয়া হবে।

অসমের ১৯ লক্ষেরও বেশি মানুষ এনআরসির তালিকা থেকে বাদ পড়েছেন। সারা দেশের পাশাপাশি আবার অসমে নতুন করে এনআরসি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার।

গুয়াহাটির বাসিন্দা প্রবীণ সাংবাদিক রাজীব ভট্টাচার্যের দায়ের করা আরটিআই-এর উত্তরে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, অসম সফরের ভিসার জন্য আবেদন করা সাত বিদেশি সাংবাদিকের আবেদন এখন সরকারের একটি সংশ্লিষ্ট বিভাগ পরীক্ষা করে দেখছে। সাংবাদিকদের জাতীয়তা সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রক অবশ্য জানিয়েছে যে, এই বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ছ’বছর পরে ভাড়া বাড়ল মেট্রোর

রাজীব ভট্টাচার্য একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “কেন্দ্রে বিজেপি রয়েছে, সুতরাং আমি খুব একটা অবাক হইনি যে বিদেশি সংবাদমাধ্যমের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কয়েক মাস এবং আরও কিছু নিষেধাজ্ঞার পরে স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি পর্যালোচনা করবে তবে ফলাফল অন্যান্য কারণের উপরও নির্ভর করতে পারে।”

রাজীব আরও বলেন, “আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, নির্বাচনে জয়লাভই একমাত্র পরিকল্পনা। কোনও কিছুর মধ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। সবকিছুই নির্দিষ্ট একটা উদ্দেশ্যে করা যার ফলেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।”

আরও পড়ুনঃ বিজ্ঞান প্রদর্শনী ইন্দুমতী গার্লস হাইস্কুলে

গত সেপ্টেম্বরে, বিদেশ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে জম্মু ও কাশ্মীর বা উত্তর-পূর্বের রাজ্যগুলি সহ সীমাবদ্ধ বা সুরক্ষিত অঞ্চলগুলিতে যেতে চাইছেন এমন বিদেশি সাংবাদিকদের একটি বিশেষ অনুমতির জন্য আবেদন করতে হবে। পরে, মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে এটি সকল বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেই প্রযোজ্য, সে তারা ভারতেই থাকুন বা বাইরে।

১৯৫৮-র সুরক্ষিত বিদেশি অঞ্চল আদেশ বা ১৯৬৩-র বিদেশি সীমাবদ্ধ বিদেশি অঞ্চল আদেশের আওতাভুক্ত রাজ্যগুলিতে ভ্রমণ করতে ইচ্ছুক ভারতীয় নন এমন নাগরিকদের প্রোটেক্টেড এরিয়া পারমিট (পিএপি) বা রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট (আরএপি) পাওয়া প্রয়োজনীয় কিন্তু অসম অবশ্য এই রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here