তৃণমূল কর্মীর বাড়িতে সশস্ত্র হামলা,অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
64

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

the attack to house of tmc
আক্রান্ত । নিজস্ব চিত্র

এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।অভিযোগ কোচবিহার সদরের নীলকুঠি পোস্ট অফিস এলাকার ছিট খরিমালা খাগড়িবাড়ি গ্রামের দেবেন সরকারের বাড়িতে সোমবারই গভীর রাতে এক দল দুষ্কৃতী সশস্ত্র ভাবে হামলা চালায়।

এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে দেবেন সরকার ও তাঁর স্ত্রী সঙ্গিতা সরকার কোচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি হয়েছে।

দেবেন বাবুর অভিযোগ, ওই রাতে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে দরজায় ধাক্কা দিলে সে দরজা খুলে দেখে বাস লাঠি ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে এক দল মানুষ।দেবেন বাবু কিছু বোঝার আগেই ওই দুষ্কৃতীরা তাঁর উপর চরাও হয়।সেই সময় তাঁর স্ত্রী বাঁধা দিতে গেলে তাঁকে আক্রমণ করে দুষ্কৃতীরা। ঘটনায় গোটা গ্রাম জেগে যায় তৈরি হয় আতঙ্কের পরিবেশ।

আরও পড়ুনঃ বিজেপির বিজয় মিছিল থেকে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ

দুষ্কৃতীরা বাড়ি ঘরে হামলা চালায় বলে অভিযোগ এর পরেও তারা হুমকি দিয়ে যায় ওই পরিবার যদি এর পরেও  তৃণমূল দলের সাথে থাকে তাহলে আরও বড় আঘাত করা হবে।এ বিষয়ে দেবেন সরকারের পুত্র গোপাল সরকার মঙ্গলবার কোচবিহার কোতওয়ালি থানায় চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানায়।

হামলাকারীরা বিজেপির সমর্থক বলে দাবি দেবেন সরকারের পরিবারের।

যদিও এ ধরনের ঘটনার সাথে বিজেপির কোনও যোগ নেই বলে জানিয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চার কোচবিহার জেলার  সভাপতি সমীর রায়। তিনি বলেন, “এই হামলায় আদোও কোনও বিজেপি কর্মী জড়িত নয় এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here