নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারতের কোভিড বিপর্যয় প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে দায়ী করে ‘দ্য অস্ট্রেলিয়ান’ লিখেছে, একজন ‘ভিড়প্রেমী’ প্রধানমন্ত্রী, এমন এক সময়ে নিজের নির্বাচনী সভায় মানুষের ভিড় দেখে উল্লসিত হন, যখন তাঁর দেশের মানুষ অক্সিজেন না পেয়ে হাহাকার করছে! নেতার এই অবিমৃশ্যকারিতার সঙ্গে রয়েছে ঔদ্ধত্য, উগ্র-জাতীয়তাবাদিতা, আমলাতান্ত্রিক অদক্ষতা। সব মিলে ভারতে এই চরম সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে।
ভারতের কোভিড পরিস্থিতি গত এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক মিডিয়ার চর্চার বিষয়। প্রতিটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক মিডিয়া তাদের উদ্বেগ প্রকাশের পাশাপাশি দায়ী করেছে মোদি সরকারকে। এই একই প্রসঙ্গে দ্য অস্ট্রেলিয়ান লিখেছে, গত শনিবার পশ্চিমবাংলায় একটি নির্বাচনী প্রচারে মোদী তাঁকে ঘিরে সমর্থকদের ভিড় দেখে নিজের উচ্ছ্বাস লুকোতে পারেননি প্রধানমন্ত্রী, তিনি খুশিতে বলে ওঠেন , এত ভিড় তিনি কখনও দেখেননি।
আরও পড়ুনঃ অবশেষে সমালোচনার ঝড় সামলাতে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে নোটিশ কেন্দ্রের
ভিড় দেখে উচ্ছসিত মোদীজির তৃপ্তির মুহূর্তের পাশাপাশি ‘দ্য অস্ট্রেলিয়ান’ কিছু তথ্য তুলে ধরেছে। তারা লিখেছে, যখন মোদী তাঁর ভক্ত-সমর্থকদের নিয়ে আনন্দ করছেন ঠিক তখনই দেশের বিভিন্ন অংশে করোনার ভয়াবহ পরিস্থিতি।
আরও পড়ুনঃ দিল্লিতে ভয়াবহ পরিস্থিতি! শ্মশানে মৃতদেহ পোড়ানোর জায়গা নেই, জায়গা নেই কবরেও
ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, সেদেশে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩০ হাজার করোনায় আক্রান্ত, যা সারা বিশ্বের মধ্যে ভয়াবহ রেকর্ড! আরো ভয়াবহ, ভারতে পুরোপুরি ভেঙে পড়েছে গণস্বাস্থ্য পরিষেবা; হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ওষুধ নেই সর্বোপরি অক্সিজেন নেই! এর থেকে বড় সংকট দেশের আর কি হতে পারে!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584