সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

মথুরাপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা অতিরিক্ত জেলা শাসক সাথী বন্দ্যোপাধ্যায় ভিভি প্যাটের মাধ্যমে ভোট দানের বিষয়ে সচেতন করার লক্ষ্যে পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজারে সমস্ত ব্লক নির্বাচন আধিকারিকদের সঙ্গে নিয়ে এই সচেতনতা শিবির করেন।
আজ সকালে জি প্লট গ্রাম পঞ্চায়েতের কুড়িটা বুথ থেকে শতাধিক পুরুষ ও মহিলা সেই প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন।

প্রতিটি ভোটার যাতে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার লক্ষ্যে এই সচেতনতা শিবির।এই সচেতনতার বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলার অতিরিক্ত জেলা শাসক সাথী বন্দ্যোপাধ্যায় বলেন,ভিভি প্যাটের মাধ্যমে এই পদ্ধতিতে ভোটারদের ভোট দানের বিষয় সম্পর্কে সাধারণ ভোটারদের অজানা।
আরও পড়ুনঃ মেদিনীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

তাই ভোট দাতারা যাতে তাদের ভোটদান যথাযথ পদ্ধতিতে হচ্ছে কিনা বা তারা তাদের পছন্দের প্রার্থীকে ঠিকমতো ভোট দিতে পারল কি না তা অবগত করার জন্য এই সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন কাকদ্বীপ মহকুমা মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়,ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণেন্দু ঘোষ, পাথর প্রতিমার বিডিও রথীন চন্দ্র দে প্রমুখ।
বাইট অতিরিক্ত জেলা শাসক তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাথী বন্দোপাধ্যায়।কাকদ্বীপ মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584