নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের ডোমকল আল-আমিন মিশনে নারী ও শিশু পাচার,শিশু শ্রমিক, অঙ্গ পাচার, বাল্যবিবাহ বিরোধী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভেনগেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়া নামের একটা সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি রাজা হোসেন, রবিউল সেখ,মোরশেদ আলি মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ডোমকল আল-আমীন মিশনের প্রধান শিক্ষক আমিনুল হক মহাশয় ও সমস্ত শিক্ষক /শিক্ষিকা বৃন্দ ও স্কুলের ছাত্র ছাত্রী গণ ছিলেন।
আরও পড়ুনঃ স্বনির্ভর প্রকল্পের সচেতনতা শিবির বালুরঘাটে

উক্ত সচেতনতা শিবিরের আলচ্য বিষয় হলো – নারী পাচার, শিশু পাচার, অঙ্গ পাচার, শিশু শ্রমিক,বাল্যবিবাহ কি ভাবে ঘটে, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। পরিবার,শিক্ষক/শিক্ষিকাদের ভূমিকা কি, সমাজের সচেতন মানুষের ভূমিকা কি ইত্যাদি আচল্য বিষয়ের উপর সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584