ঋণ পরিশোধ না হওয়ায় বাড়ির দখল নিল ব্যাঙ্ক

0
43

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

the bank capture the house
নিজস্ব চিত্র

ব্যবসা করার জন্য লোন নিয়ে তা পরিশোধ না করায় ঋণ গ্রহিতার বাড়ির দখল নিল ব্যাঙ্ক। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনিক আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বাড়ি দখলের পাশাপাশি সব কিছু সিল করে দেওয়া হয়। বালুরঘাট থানার খাদিমপুর শিবাজী কলোনি   সংলগ্ন এলাকার ঘটনা।

the bank capture the house
বাড়ির জিনিসপত্র সিল করছে ব্যাঙ্কের কর্মীরা।নিজস্ব চিত্র
the bank capture the house
বাড়িতে পুলিশ ও ব্যাঙ্কের লোকজন।নিজস্ব চিত্র

জানা গেছে, খাদিমপুর শিবাজী কলোনি  এলাকার বাসিন্দা প্রদীপ কুমার দত্ত।পেশায় তিনি ঠিকাদারি ব্যবসা করেন।২০১১সালে ব্যবসা  করার জন্য বালুরঘাটের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক থেকে ১২ লাখ টাকা ঋণ নেন।ঋণ নেওয়ার পর প্রথম কয়েকবার সুদের টাকা ব্যাঙ্কে জমাও করেন।অভিযোগ, তারপর থেকেই সুদের টাকা জমা না দেওয়ায় প্রদীপবাবুকে একাধিকবার নোটিশ পাঠায় ব্যাঙ্ক।

আরও পড়ুনঃ ঋণ খেলাপিতে সিপিএম নেতার বাড়ির দখল নিল ব্যাংক

the bank capture the house
নিজস্ব চিত্র
the bank capture the house
নিজস্ব চিত্র

দীর্ঘ দিন টাকা না দেওয়ায় ব্যাঙ্ক তাকে দেখা করার নির্দেশও দেয়।বারবার ব্যাঙ্কের পক্ষ থেকে নোটিশ পাঠানো হলেও কোন টাকায় জমা দেয়নি।বর্তমানে ঋণ নেওয়া টাকা ও তার সুদ যোগ করলে ১৩ লাখের বেশি টাকা প্রদীপ বাবুর কাছ থেকে পাবে ব্যাঙ্ক।অবশেষে টাকা না দেওয়ায় এদিন দুপুরে জেলা পুলিশ ও প্রশাসনকে নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রদীপ কুমার দত্ত র  বাড়ির দখল নেন।

বাড়ির সব কিছু সিল করে দেওয়া হয়।এমনকি সিল ও দখল নেওয়ার পুরো বিষয়টি ভিডিও করে রাখেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।এই বিষয়ে ঋণ গ্রহীতা প্রদীপ কুমার দত্ত বলেন যে তাকে ব্যাঙ্ক কোনো নোটিশ পাঠাইনি।নোটিশ না পাঠিয়ে হঠাৎ তার বাড়িতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশ এসে কব্জা করে রাখেন,যেহেতু এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ কে গুপ্তা জানিয়েছেন বাড়ির সবকিছু ভিডিওগ্রাফি কোরে রাখা আছে তিনি ব্যাঙ্কের নামে মিথ্যে কথা বলছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here