বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পটাশপুর

0
52

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

battlefield in patashpur | newsfront.co
নিজস্ব চিত্র

এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। পটাশপুর থানার ধকড়াবাঁকা গ্রামের বাসিন্দা বাসুদেব মাজী।সক্রিয় এই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে গত রাতে।দলীয় সূত্রে জানা যায় পঞ্চায়েত ভোটের পরে এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ জানার হাতে আক্রান্ত হন বিজেপির সক্রিয় কর্মী বাসুদেব মাজী।

battlefield in patashpur | newsfront.co
দেবম পাল, স্থানীয় বিজেপি নেতা।নিজস্ব চিত্র

তারপর থেকেই অসুস্থ ছিলেন তিনি। প্রথমে পটাশপুর ব্লক হাসপাতালে ও পরে তমলুক জেলা হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।এরপর বাড়িতেই ছিলেন।গতকাল রাতে নিজের বাড়িতেই তার মৃত্যু হয়েছে।দলীয় কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে জড়ো হয়েছেন এলাকার বিজেপি কর্মীরা।

রাধারাণী মাঝি,মৃতের স্ত্রী।নিজস্ব চিত্র

বাসুদেব মাজীর মৃতদেহ নিয়ে তারা হাজির হয়েছে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী বিশ্বজিৎ জানার বাড়ির সামনে।ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা।যদিও পলাতক অভিযুক্ত বিশ্বজিৎ জানা সহ এলাকার সক্রিয় তৃণমূল কর্মীরা।

আরও পড়ুনঃ এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্র দাসপুরের নাড়াজোল রাজ কলেজ

tmc leader | newsfront.co
স্থানীয় তৃণমূল নেতা।নিজস্ব চিত্র

প্রয়োজনে বিশ্বজিতের বাড়ির সামনেই দলীয় কর্মী বাসুদেব মাজীর মৃতদেহ সৎকার করা হবে বলে জানাচ্ছেন এলাকার বিজেপি কর্মীরা।

যদিও এই ঘটনার পুরো অস্বীকার করে তৃণমূল শিবির পাল্টা দাবি পঞ্চায়েত ভোটের পরে যদি ওই বিজেপি কর্মীকে মারা হতো তাহলে দলীয় তরফ থেকে কেন পুলিশকে অভিযোগ করা হলো না।শুধু তাই নয় বিজেপি এই ঘটনাটাকে অন্যভাবে দেখাতে চাইছে এর সঙ্গে তৃণমূলের কোন ভাবে জড়িত নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here