নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
ফের দুই এবিভিপি সমর্থককে মারধরের অভিযোগ উঠল দিনহাটায়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দুই নেতা সম্রাট সরকার ও দীপেন চক্রবর্তী উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ।
এই ঘটনায় এবিভিপির নগর ইউনিটের সহসভাপতি সম্রাট সরকার ও কর্মকর্তা দীপেন চক্রবর্তী গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এই দুই ছাত্র নেতার অভিযোগ তাদের দিনহাটা ষ্টেশন সংলগ্ন এলাকায় অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের অভিযোগ তারা যখন ওই এলাকায় যায় তখন হঠাৎ করেই লাঠি-সোটা বাঁশ দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়।
আরও পড়ুনঃ ভেটাগুড়িতে বিজেপি কর্মীকে মারধর
এপ্রসঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোচবিহার জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য বলেন, কোচবিহার জেলা জুরে এবিভিপি কর্মীদের উপর আক্রমণ করছে তৃণমূল। অবিলম্বে এই বিষয়ে প্রশাসন ভূমিকা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
রবিবার তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে আহতের সাথে দেখা করতে যান। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584