পথদুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর,প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের

0
44

পিয়ালী দাস,বীরভূমঃ

সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর।স্থানীয়দের অভিযোগ দ্রুতগতির একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়।দুর্ঘটনার পর মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

আজ সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের রানীগঞ্জ মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের চাকপাড়া গ্রামের কাছে। দুর্ঘটনায় মৃত ওই বাইক আরোহীর নাম গুরুশক্তি ভট্টাচার্য(৬০)বছর।মৃত ওই ব্যক্তির বাড়ি রামপুরহাটের আটলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে ওই ব্যক্তি মোটর বাইক চালিয়ে আটলা গ্রাম থেকে তারাপীঠ রোড ধরে রেল স্টেশনের দিকে আসছিলেন।ঠিক সেই সময় রানীগঞ্জ মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চাকপাড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর।

আরও পড়ুনঃ মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা কিন্তু ততক্ষণে স্থানীয় বাসিন্দারা ট্রাফিক নিয়ন্ত্রণের গাফিলতির অভিযোগ তুলে মৃত ব্যক্তির দেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন।তাদের দাবি অবিলম্বে ঘাতক গাড়িটিকে ধরতে হবে এবং এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।বেশ কিছুক্ষণ অবরোধের পর পুলিশের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও পথ অবরোধ তুলে নেয়।ওই এলাকায় অনিয়ন্ত্রিত দ্রুত যান চলাচলের জন্য দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন স্থানীয়রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here