নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রথাগত নিয়মের বাইরে গিয়ে ছেলের জন্মদিনের আনন্দকে চেনা গন্ডীর বাইরে ছড়িয়ে দিলেন মেদিনীপুর শহরের অশোকনগরের চক্রবর্তী দম্পতি ও তাঁদের পরিবার।রবিবার চক্রবর্তী পরিবারের উদ্যোগে ও
এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ব্যতিক্রমী ভাবে অনুষ্ঠিত হলো জন্মদিনের অনুষ্ঠান।
মেদিনীপুর শহরের অশোকনগরের বাসিন্দা তথা কুইজ কেন্দ্রের সভাপতি রিঙ্কু চক্রবর্তীর ছেলে ভগবতী শিশু শিক্ষায়তনের পড়ুয়া ঋষির নবম জন্মদিন ছিল রবিবার।এই দিনটি পালন হল অন্যরকম ভাবে। এদিন সকালে রিংকু চক্রবর্তী,তাঁর স্ত্রী পাপিয়া চক্রবর্তী ও তাঁদের পরিবার এবং মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা মেদিনীপুর শহরের উপকণ্ঠে বাগডুবিতে সেন্ট অ্যাট অ্যান কনভেন্ট আশ্রমে যান এবং সারাদিন ওখানকার আবাসিক দুঃস্থ বালক-বালিকা ও সিস্টারদের সাথে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন।
এদিন সকালে ওখানকার দুঃস্থ বালক বালিকাদের যোগ প্রশিক্ষণ দেন বিশিষ্ট যোগ শিক্ষক গৌতম বোস।সকাল থেকেই কুইজ কেন্দ্র পরিবারের শিশুদের সাথে খেলাধুলা এবং জল খাবারে সামিল হয় কনভেন্টের শিশুরা।কুইজ কেন্দ্র পরিবারের ঋষি,আরুষি,সৌর,রীতিষা, রীতিকা, সান্দ্রস্নিগ্ধদের সাথে একসাথে মজা করলো কনভেন্টের মার্শাল,অতনু, সুস্মিতা,রিয়ারা।
আরও পড়ুন: জন্মদিনে পঞ্চমের পাঁচালী মেছেদায়
কেক কাটা থেকে শুরু করে দুপুরের ভূরিভোজে শামিল হলো কনভেন্টের শিশুরা। কুইজ কেন্দ্র এবং রিংকুর পরিবারের তরফ থেকে কনভেন্টের শিশুদেরকে দেওয়া হলো নতুন পোশাক, স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী। পাশাপাশি একটি বই রাখার রেক তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিদের সামনে তাদের শেখা নাচ, গান ,কবিতা উপস্থাপনা করে কনভেন্টের শিশুরা।
উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা,প্রাক্তন সম্পাদক মৌসম মজুমদার, অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই, বিমল কুমার দাস, প্রসূন কুমার পড়িয়া,অমিতেশ চৌধুরী, আল্পনা দেবনাথ বোস, স্নেহাশীষ চৌধুরী, নিখিলেশ সামন্ত, সুভাষ জানা,দুর্গাপদ মাসান্ত সহ অন্যান্য ব্যক্তিরা।
ছিল ঋষির দাদা সুকল্যাণ ও দিদি রীতিকা।পাশাপাশি রিঙ্কু বাবুর পাড়ার ক্লাব অশোকনগর রেনেসাঁস ক্লাবের কর্তা ব্যক্তিরাও এদিনের এই অনুষ্ঠানে শামিল হন।ক্লাবের পক্ষে হাজির ছিলেন সভাপতি প্রণব দুবে,সম্পাদক সুব্রত রায়,সহ সম্পাদক চিত্তরঞ্জন দাস,চিররঞ্জন সামন্ত, প্রশান্ত রুইদাস , শুভঙ্কর আচার্য্য প্রমুখ।এদিন কুইজ কেন্দ্রের পক্ষ থেকে ঋষির হাতে উপহার হিসেবে চারাগাছ তুলে দেওয়া হয়।পাশাপাশি আশ্রম চত্বরে চারাগাছ রোপণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584