বিজেপির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
40

সুদীপ পাল,বর্ধমানঃ

The BJP attacked by tmc
ফাইল চিত্র

বিজেপি কর্মীসভা চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল এ রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ উঠছে গুসকরার বিদায়ী পুরপ্রধান তৃণমূলের বুর্দ্ধেন্দু রায়ের মদতে এই হামলা হয়েছে। বিজেপির গুসকরা নগর কমিটির সম্পাদক দীপক ঢালী অভিযোগ করেন, ২০১ নম্বর বুথের কর্মীদের নিয়ে সভা চলাকালীন আচমকা বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে একদল লোক বাস লাঠি নিয়ে চড়াও হয়।

ওই বুথের সভাপতি স্বরাজ হালদার সুবল বাবু এইরকম প্রায় পাঁচজন দলীয় কর্মী ব্যাপকভাবে জখম হন। তাঁদের সাথে সাথে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।শুধু মারধর নয় দলীয় নেতাকর্মীদের কাছ থেকে নানা কাগজপত্র ছিনিয়ে নেয়। এরপরে গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করে বিজেপি।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস নিয়ে প্রশ্ন দিলীপের

যদিও বিদায়ী কাউন্সিলরের ওপর ওঠা এই অভিযোগ স্বীকার করতে রাজি নন বুর্দ্ধেন্দুবাবু নিজেই।তিনি বলছেন বিজেপির কর্মীরা লাঠি নিয়ে চড়াও হয়ে তাঁদের মারধর করেছিল এবং খুনের হুমকি দিয়েছে।বিজেপির কর্মীরা নয় তৃণমূলের কর্মীরা যখন হয়েছে।এরপর তিনিও গুসকরা ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন। দুতরফের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here