নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বর্ষার শুরুতেই মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় শুরু হলো হাতির অত্যাচার। হাতি আক্রমন থেকে রেহাই পেতে বুধবার দলগাঁও রেঞ্জে ডেপুটেশন দেওয়া হলো বিজেপি দলের তরফ থেকে।এদিন বিজেপির মাদারিহাট বীরপাড়া ব্লকের ১৬ নং মন্ডলের পক্ষ থেকে অবিলম্বে বুনো হাতির অত্যাচার থেকে বীরপাড়া শহর সংলগ্ন নিউ লাইন,বিরবিটি, কলেজ পাড়া, আপার লাইন সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের রক্ষা করার দাবি জানিয়ে বন দপ্তরের দলগাঁও রেঞ্জের ওয়াইল্ড লাইফ রেঞ্জারের হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ হাতির হানা থেকে বাসিন্দাদের সুরক্ষার জন্য বিশেষ বৈঠক
বিজেপির ১৬ নং মন্ডলের সভাপতি আস কুমার তামাং বলেন, “দীর্ঘ দিন ধরে হাতি বিভিন্ন ভাবে ক্ষতি করে চলছে অথচ বন দপ্তর উদাসীন।তবে বন দপ্তর সক্রীয় না হলে আমরা বৃহৎতর আন্দোলনে নামব।” বন আধিকারিক শুভ্রশঙ্খ দত্ত বলেন, “বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাব।” উত্তরবঙ্গে বর্ষার সময় হাতির উৎপাত বৃদ্ধি পায়।সেই কথা মাথায় রেখে কোনো স্থায়ী ব্যবস্থা না করলে সমস্যা বাড়তে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584