নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
তামিলনাড়ুর বিজেপি প্রবীণ নেতা মেঙ্গালুরুতে সাম্প্রতিক এক প্রতিবাদে মারাত্মক পুলিশ গুলি চালানোর প্রতিক্রিয়ায় বলেছেন, এরকম পরিস্থিতিতে পুলিশকে গুলি অথবা ইঁট দিয়েই জবাব দিতে হবে।
শুক্রবার চেন্নাইয়ে বিজেপির জাতীয় সচিব এইচ রাজা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভ বর্ণনা করতে গিয়ে বলেছেন, একটি আইন সমালোচকরা বিশ্বাস করেন যে ইচ্ছাকৃতভাবে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কিন্তু আদতে তা নয়।
বৃহস্পতিবার বিজেপি-শাসিত কর্ণাটকের বন্দর নগরী মেঙ্গালুরুতে পুলিশের গুলিতে দু’জন– জালিল (৪৯) এবং নুসিন (২৩) নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় এইচ রাজা জানিয়েছেন, যে দুজন মারা গেছে, তারা কয়েকশো সাধারণ জনগণকে হত্যা করতে চেয়েছিল। তাই পুলিশের অন্য উপায় ছিল না, গুলি করতেই হতো।
আরও পড়ুনঃ পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী মিছিল
এমনিতেই এইচ রাজাকে ভ্রুকুটির দৃষ্টিতে দেখা হয়, কারণ তিনি কলিউড সিনেমা থেকে দ্রাবিড় সভ্যতার আইকন পেরিয়ার সবেতেই মন্তব্য করে থাকেন। সিএএ প্রতিবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা গোটা দেশে আগুন লাগাতে চাইছে। এমনিতেই অনেক পুলিশকর্মী জখম হয়েছেন।
এইচ রাজা চেন্নাই পুলিশকে ২৩ ডিসেম্বর সিএএ বিরোধী সমাবেশে বিরোধী ডিএমকে পার্টির অনুমতি অস্বীকার করার জন্য চেন্নাই পুলিশের কাছে আবেদন করেছিলেন এবং সহিংসতার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি শিক্ষার্থীদের প্রতিবাদে অংশ না নিয়ে ক্রিসমাসের ছুটি উপভোগ করতে বলেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584