জেলে বন্দি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি নেতৃত্ব

0
96

নিজস্ব সংবাদদাতা,কালনাঃ

the bjp support to prison staff
বিজেপি প্রার্থী ও নেতারা কর্মীদের বাড়ির পথে। নিজস্ব চিত্র

জেলে থাকা বিজেপির কর্মী ও আক্রান্ত কর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে তাদের অভয়দান করলেন বর্ধমান পূর্বের বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস ও জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ।বিজেপি নেতৃত্বের অভিযোগ ভোটের দিন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় ব্যাপক সন্ত্রাস চালিয়েছে শাসকদলের লোকজন।

আর সেখানেই নওপাড়া গ্রামে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে অশান্তির ঘটনায় তৃণমূলের তিনজন কর্মী গ্রেপ্তার হয়েও জামিন পেয়ে গেলেও একই ঘটনায় বিজেপির পাঁচজন কর্মীকে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।স্বাভাবিক কারণেই জামিন না হওয়া বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে রবিবার দেখা করে তাদের আশ্বস্ত করলেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ ফের আটকালো বিজেপির মিছিল,বিক্ষোভে বসলেন প্রার্থী

এই বিষয়ে বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস বলেন, “ভোটের দিন আমাদের বিজেপি কর্মীদের মারধর করেন তৃণমূলের লোকজন।আমাদের পাঁচজন কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের জামিন অযোগ্য ধারা দিয়েছে নাদনঘাট থানার পুলিশ।ওরা খুবই গরীব,হতদরিদ্র।নুন আনতে পান্তা ফুরানোর সংসারে ওরা জেলে থাকায় পরিবারের সদস্যরা চরম সমস্যার সম্মুখীন হয়েছে।

তাই ওদের পাশে যে আমরা আছি সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা প্রস্তুত তা বলতেই আমরা গিয়েছিলাম।’ এই বিষয়ে বর্ধমান পূর্বে বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন,‘মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কর্মীদের জেলে ভরা হচ্ছে।এই নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর সহ স্বরাষ্ট্র দপ্তর ও জেলাশাসকের কাছে আমরা অভিযোগ জানিয়েছি।

পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকাতেই সব থেকে বেশী বুথে আমরা পুনর্নিবাচনের দাবিও করেছি নির্বাচন কমিশনের কাছে।কারণ সবথেকে বেশী সন্ত্রাসের কার্যকলাপটা এখানেই হয়েছে।তাই আমরা আক্রান্ত কর্মীদের বাড়িতে গিয়েছিলাম তাদের অভয়দান করতে।’ এদিন কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর পর কিছুটা স্বস্তি পান তাঁরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here