রক্তদান উৎসব

0
141

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

the blood donation camp2
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ এর প্রতাপদিঘী “এসো বাঁচি”, নামের এক স্বেচ্ছাসেবী নাগরিক মঞ্চের উদ্যোগে প্রথম রক্তদান উৎসব হয় “বিশ্ব রক্তদাতা দিবসে। রক্তদান শিবির না বলে রক্তদান উৎসব বলার কারণ এই যে,এখানে উপহার ছাড়া রক্তদাতাদের উৎসাহিত করা,নতুন রক্তদাতাদের বেশি অংশগ্রহণ এবং গরমে রক্তের চাহিদা মেটানো প্রাথমিক লক্ষ্য পূরণ ছাড়াও বিশ্ব উষ্ণায়ন কে প্রতিহত করার উদ্যেশ্যকে রক্তদাতা সহ এলাকার মানুষকে গাছের চারা বিতরণের মাধ্যমে গাছ লাগানো ও গাছ বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে আয়োজক সংস্থার পক্ষে।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন

উৎসবের মেজাজে ৯ জন মহিলা সহ ৫৭ জন রক্তদাতা তাদের রক্ত দিয়ে উৎসবকে সাফল্য মন্ডিত করলেন।প্রচণ্ড গরমকে উপেক্ষা করে মানুষের আশাতীত সাড়া ছিল নজর কাড়া। রক্তদাতাদের মধ্যে প্রায় অর্ধেক নতুন রক্তদাতা আজ প্রথম রক্ত দিলেন।উৎসব সুসম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার আহ্বায়ক কল‍্যাণাশীষ দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here