নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মূলত গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা প্রশাসনিক দফতরের উদ্যোগে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করলেন মহকুমা শাসক অপ্রতিম ঘোষ।ছিলেন মহকুমার চার উপ-শাসক সায়ান্তন গুইন,বিশ্বজিৎ দাস,অভিনন্দন ঘোষ,অনুপম সামন্ত।


আরও পড়ুনঃ বিধায়কের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
মহকুমার চার বিডিও বংশীধর ওঝা (বিডিও এগরা ১),সুভাষ ঘোষ (বিডিও পটাশপুর ১),মধুবালা নন্দী (বিডিও পটাশপুর ২), পরিতোষ কোনার (ভগবানপুর ১) ও এগরা সুপার স্পেসালিটি হাপাতালের সুপার গোপাল গুপ্ত প্রমুখ।মহকুমা শাসক অপ্রতিম ঘোষ বলেন, ‘প্রতিবছরের মতো এবছরও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি।’
রক্তদান একটি মহান কাজ।এই কাজে সকল মানুষকে আগ্ৰহী করে তোলার জন্য মহকুমা শাসকের কার্যালয় থেকে সকল সরকারি দফতরের আমন্ত্রণ জানানো হয়েছে।এদিন প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584