বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
রক্তের সংকট মেটাতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্থা।শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরে বিধাননগর স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্ত দান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।এর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি দের সনাক্তকরণ শিবির ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এদিন উক্ত জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের শহীদ বেদীতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান নগর ১ নং ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টুলটুলি সরকার সুজয় এবং মজুমদার।
আরও পড়ুনঃ পুলওয়ামায় নিহত জওয়ানদের স্মরণে রক্তদান শিবির
এর পাশাপাশি উপস্থিত ছিলেন মুরালিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম,সমাজসেবী পিযুষ রায়,বিধাননগর স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস, সভাপতি বিশ্বজিৎ পাল,সম্পাদক পিকাই ঘোষ সহ সোসাইটির সকল সদস্যবৃন্দরা। এদিন ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।তার মধ্যে ১০ জন মহিলা।এই রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584