সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
পূজার মুখে অভিনব প্রয়াস দক্ষিণ সুন্দরবনের ঋষি বঙ্কিম গ্রামপঞ্চায়েতের।পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে বৃদ্ধাদের ভাতা প্রদান করে নজির গড়ল পঞ্চায়েত।পূজার মুখে টাকা মিষ্টি আর ছাতা পেয়ে স্বস্তিতে ভাতাপ্রাপ্য বৃদ্ধারা।
এদের কারোর বয়স ষাট কারোর বা সত্তর বা তারও বেশি।হাতে টাকা না থাকায় আজও লাঞ্ছিত হতে হয় পরিবারের সদস্যদের কাছে।পূজার মুখে অপরের কাছে হাত পাততে হয় এদের।
শুধু পূজার সময় নয় প্রতিমাসে বৃদ্ধাদের হাতে ৫০০ টাকা করে ভাতা দেবার উদ্যোগ নেন ঋষি বঙ্কিম গ্রামপঞ্চায়েত।২০১৪ সাল থেকে ব্যাঙ্ক ভাড়া দেওয়া মাসিক বাইশ হাজার টাকা থেকে বৃদ্ধাদের সামান্য কিছু অংশ তুলে নজির গরলেন।জুলাই আগষ্ট সেপ্টেম্বর তিন মাসের টাকা প্রদান করেন।
আনুষ্ঠানিক ভাবে টাকা তুলেদেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরা পাখিরা।উপস্থিত ছিলেন কাকদ্বীপ এসডিও সৌভিক চ্যাটার্জি, কাকদ্বীপ থানার আইসি সুদীপ সিংহ,বিডিও দিব্যেন্দু সরকার,প্রধান মহুয়া মালি,উপপ্রধান মানবেন্দু দলুই,ঋষি বঙ্কিম অঞ্চল সভাপতি সুপ্রকাশ বেরা।
আরও পড়ুনঃ নাগরিক মঞ্চের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
এদিন মন্ত্রী বলেন,পূজা এসেছে ,তাই আনন্দ ভাগ করে নিতে পঞ্চায়েতে এমন কর্মকান্ডে খুশি তিনি।এদিন কাকদ্বীপ মহকুমাশাসক সৌভিক চ্যাটার্জি সব রকম সহযোগিতা করবার আশ্বাস দেন।
রক্তদান মহৎ দান সুতরাং পঞ্চায়েতে রক্তদানের সঙ্গে পুলিশ প্রসাশনের যে সহযোগিতা পঞ্চায়েতে সেফ ড্রাইভ সেভ লাইফ অংশ নিয়েছেন তাতেও সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইসি সুদীপ সিংহ।অঞ্চল সভাপতি সুপ্রকাশ বেরা বলেন ২২ টা বুথের ২৫ জন বৃদ্ধা ভাতার তালিকায় আনা হয়েছে।
বছরে যে আই ব্যাঙ্ক মারফত পাবে তা এই খাতে খরচ করা হবে।যা আগামী দিন সংখ্যা বাড়বে।তিনি আরো পঞ্চায়েত এলাকায় ভেসটেট যে ল্যান্ড আছে সেখানে ফিসারি করে আয় বাড়ানো হবে এলাকার অবহেলিত মানুষদের সহযোগিতায় চেষ্টা করা হবে বলে তিনি জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584