আজও মিললো না নিখোঁজ শুভঙ্করের দেহ

0
96

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

রবিবার পিকনিক করতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ শুভঙ্কর নাড়ুয়ার খোঁজে আজ সকাল থেকে শুরু হওয়া উদ্ধার কার্যের শেষেও হদিশ পাওয়া গেল না বছর বত্রিশের এই যুবকের।

রমেশ কুমার শর্মা,এন ডি আর এফ অআধিকারিক।নিজস্ব চিত্র

ডিজাস্টার ম্যানজেমেন্টের পাশাপাশি কুলপি থানার পুলিশ স্থানীয় বেলপুকুর গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করে।

দেহের খোঁজে চলছে তল্লাশি।নিজস্ব চিত্র

নদীতে স্রোত থাকার পাশাপাশি হুগলি নদী ও মুড়িগঙ্গা নদীর স্রোত একই মোহনার মিলনস্থল কুলপির পয়লাঘেরী।ফলে নতুন চরে অস্থায়ী দ্বীপ গজিয়ে ঘটে বিপত্তি। দাবি প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ রবিবার ষোলজনের একটি দল তিনটি স্করপিও ওলাগাড়িতে করে পিকনিক করতে আসেন।তারা সকলেই গড়িয়াহাট থানার ৮৫ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের দাবি এরা প্রত্যকে ছিল মদ্যপ।তারা দ্বীপে রান্না করে ছ’জন জলে নামে। বাকিরা থাকেন নদীর তটে।এরা প্রত্যকে মদ্যপ অবস্থায় ছিল।আজ ভাটার সময় মদের বোতল পাড়ে ভেসে আসে।

আজ ভাটার টানে ভেসে আসা মদের বোতল।নিজস্ব চিত্র

ছ’জনের মধ্য দুজন উঠে আসায় জলে থাকে প্রসেনজিত দাস(২২)।সুরেশ সিং(৩০) টোকন হালদার(৩০) এবং শুভঙ্কর নাড়ুয়া।

জলে নেমেও উঠে আসা দীপঙ্কর নাড়ুয়া।নিজস্ব চিত্র

জোয়ার চলছিল তখন মুড়িগঙ্গায়,সেই সময়েই ওইদিক দিয়ে যচ্ছিল জাহাজ হঠাৎ তলিয়ে যায় চার জন।চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা।খবর দেওয়া হয় কুলপি থানার পুলিশকে।রবিবার রাত পর্যন্ত উদ্ধার তিনজনের দেহ।আজ সকালে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।এখনও পর্যন্ত নিঁখোজ শুভঙ্কর নাড়ুয়া।দুই সন্তানের মধ্যে নাড়ুয়া পরিবারের বড় সন্তান শুভঙ্কর। পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল সে।

পুত্রের অপেক্ষায় পিতা অশোক নাড়ুয়া।নিজস্ব চিত্র

বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ঘটে বিপত্তি।দেহের প্রত্যাশায় এখনও অপেক্ষায় চেয়ে নদীর তটে বাবা মা।
স্থানীয় প্রশাসন কলকাতা থেকে যাওয়া ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিনিধি দলের সহযোগিতায় পেয়ে তাদের আর্শিবাদ জানিয়ে ছেলে ফেরার অপেক্ষায় এখনও নাড়ুয়া পরিবার।স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের একাংশের দাবি অস্থায়ী পিকনিক স্পটে নিরাপত্তা বাড়ানো হক।ডিসেম্বরের শুরুতে ক্যাম্পের মাধ্যমে নজর দারি আর্জি বেলপুকুর তৃনমূল অঞ্চল যুব সভাপতি ছায়ানর হোসেন মোল্লা।পুলিশ দিয়ে নিরাপত্তা বৃদ্ধির আর্জি পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ্য থেকে কুলপি বিডিওর।

নারায়ন চন্দ্র ভৌমিক,কর্মাধ্যক্ষ কুলপি পঞ্চায়েত সমিতি।নিজস্ব চিত্র

যদিও সকাল থেকে কুল্পি থানার আইসি,বিডিও, বেলপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান সদস্য সহ তৃনমূল যুব প্রতিনিধিরা দেখতে আসেন।বিগত বছরের মতো আবারও মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।

নিরাপত্তার দুঃশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা।নিজস্ব চিত্র

বাসিন্দা সহ পর্যটকদের কথা মাথায় রেখে কি আদৌও প্রশাসন সক্রিয় হবে উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ নৌকাডুবিতে তিন জনের মৃত্যু,নিখোঁজ এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here