তৃণমূল দলীয় পতাকা নিয়ে অবস্থান বিক্ষোভ পিএইচই শ্রমিকদের

0
55

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

শ্রমিকদের একাধিক দাবিদাওয়া নিয়ে প্রোজেক্টর গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পি এইচ ই- এর শ্রমিকরা।হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃক অনুমোদিত পাঠক ইঞ্জিনিয়ারিং এবং শুভেন্দু বেরা কোম্পানি নামে দুটি এজেন্সি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গেঁওখালীতে জলপ্রকল্পের কাজ করে।গত ২০১৪ সালের ১ লা জানুয়ারি নতুন একটি প্রোজেক্ট চালু হয়।

boston protest with the flag of tmc | newsfront.co
নিজস্ব চিত্র

সেই প্রোজেক্টর শ্রমিকদের একাধিক দাবিদাওয়া রয়েছে যার মধ্যে রয়েছে, বেতন বৃদ্ধি, জুতা,পোষাক,বর্ষাতি, পরিচয় পত্র সহ অন্যন্য বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে শুক্রবার সকাল থেকে প্রোজেক্টর ৬১ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক তৃণমূলের দলিয় পতাকা নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়।

প্রোজেক্টর কাজ বন্ধ করে এই ধরনের বিক্ষোভে সামিল হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহিষাদল থানার পুলিশ।শ্রমিক ও এজেন্সিদের সাথে বসে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শ্রমিকরা তা না শুনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যায়।

আরও পড়ুনঃ কেশপুরে অটো ও টোটো চালকদের বিক্ষোভ

বিক্ষোভকারি মেঘনাথ মিদ্যা,অনুপ ধর সেনী,তপন সিং,বিকাশ জানারা জানান, “আমরা ৮ দফা দাবি সংক্রান্ত একটি চিঠি এজেন্সি ও হলদিয়া উন্নয়ন পর্ষদের নিকট পাঠিয়েছি।আমাদের দাবিগুলি পুরন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

যদিও এজেন্সির দায়িত্বে থাকা আধিকারিকরা এই বিষয়ে কিছু বলতে চাননি।মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী জানান, শ্রমিকরা তাদের দাবিদাওয়া গুলি জানিয়েছিল। সেই মতো নতুন করে চুক্তিপত্র তৈরি করা হচ্ছে। তার আগে এইভাবে অবস্থান বিক্ষোভ করা ঠিক নয়।

তাছাড়া তৃণমূল এই আন্দোলনের সাথে যুক্ত নয়।কেনো শ্রমিকরা তৃণমূলের পতাকা নিয়ে আন্দোলনে শামিল হলো তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।শ্রমিক,এজেন্সি ও প্রশাসনের বৈঠকের মধ্যদিয়ে দ্রুত সমস্যা সমাধান করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here