নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের হরিহর পাড়া এলাকার এক ভিখারিনীর হারানো টাকা ফিরিয়ে দিলেন এক যুবক।স্থানীয় যুবক জাহাঙ্গীর আলম এদিন রাস্তায় কিছু টাকা পরে থাকতে দেখে।যা একজন ভিখারিনীর ছিল বলে জানা যায়।কুলসন বেওয়া নামের ওই বৃদ্ধার টাকা পায় যুবক জাহাঙ্গীর ও তার বন্ধুরা।আনুমানিক প্রায় ২০০০ টাকা ছিল সেই ব্যাগে।সেই টাকা ফিরিয়ে দেওয়া হয় বৃদ্ধাকে।
জানা যায়,ওই ভিখারি মহিলাকে ওরা প্রায় এক কিলোমিটার খোঁজে, এরপর তাকে পেয়ে ঐ টাকা ফেরত দেওয়া হয়। জানা যায় বাইকে যাওয়ার রাস্তায় টাকা পয়সা পড়ে থাকতে দেখেন তখন তারা বাইক থেকে নেমে টাকা গুলো কুড়িয়ে এক জায়গায় রাখে, পড়ে চারদিকে খোঁজাখুঁজি করলেও টাকার মালিকের খোঁজ মেলে না।
আরও পড়ুনঃ চাঁদা তুলে চিকিৎসা করাতে এসেও ফিরতে হচ্ছে খালি হাতে
পরে একজন রাস্তায় থাকা ব্যক্তি বলেন এই দিক দিয়ে একজন ভিক্ষুক গিয়েছে সেই মতো সেই দিক দিয়ে তারা যায় গিয়ে সেই ভিক্ষুক কে জিজ্ঞেস করে যে তাঁর টাকা পয়সা হারিয়েছে কিনা। ভিক্ষুক ব্যাগে টাকা খুঁজতে গিয়ে দেখে টাকা নেই,তা সত্যিই হারিয়েছে।তখন তার হাতে ওই টাকা গুলো তুলে দেওয়া হয়।টাকা পেয়ে ভীষণ খুশি সেই মহিলা তাদেরকে আশীর্বাদ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584