মনিরুল হক, কোচবিহারঃ

আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মদ্যপ অবস্থায় হেলমেটবিহীন ভাবে বাইক চালাতে গিয়ে বড়সড়ো পথ দুর্ঘটনার শিকার হলো এক যুবক।ঘটনাটি ঘটে কোচবিহার ২ নং ব্লকের ঢাংঢিংগুড়ি অঞ্চলের কোচুয়ারকুঠি গ্রামে।ওই ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।

পরে পুলিশ এসে ঐ দুর্ঘটনাগ্রস্থ পুড়ে যাওয়া বাইকটিকে উদ্ধার করে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে যায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে,সোমবার বিকেল প্রায় সাড়ে ৩টা নাগাদ ঢাংঢিংগুড়ি থেকে কোচবিহারে ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে পরে যায় বাইক সহ বাইকের চালক।
আরও পড়ুনঃ বাইক-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত পুলিশ কর্মী

স্থানীয়দের দাবি, দুটি বাইক প্রচণ্ড গতিতে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে বাইক সহ ছিটকে পড়ে যায় বাইক চালক। স্থানীয়দের অভিযোগ, রাজ্য সরকার থেকে পথ দুর্ঘটনা হার কমানোর জন্য অনেক ব্যবস্থা নিলেও কার্যত কোনও লাভ হয়নি।রাজ্য পুলিশের পক্ষ থেকে নো হেলমেড নো পেট্রোল কথা বললেও শহরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পের কর্মীদের দেখা যায় হেলমেডবিহীন বাইক আরহীদের পেট্রোল দিতে।প্রশাসনের পক্ষ থেকে বার বার সচেতন করা হলেও এড়ানো সম্ভব হচ্ছে না পথ দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা কৌশিক রায় বলেন, “আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিলাম। হটাৎ একটি বিকট শব্দ শুনতে পেরে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি রক্তাত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এক যুবক। তার থেকে একটু দূরে বাইকে আগুন জ্বলছে।” তিনি বলেন, তার সাথে অন্য বাইকে থাকা বন্ধুরা তাকে কোচবিহার মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584