শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আট নং মালিগাও গ্ৰাম পঞ্চায়েতের ডউয়াকুড়ি গ্ৰামের বাসিন্দা মইনুল হকের ছেলে দিলদার আলী ২২বছর এর যুবক।
পেশায় কাপড়ের ব্যবসায়ী।শনিবার দিন বিকাল ৩টে নাগাদ বাড়ি থেকে বার হয়ে বুনিয়াদপুর এর উদ্দেশ্যে ব্যবসার জন্য কাপড় কিনতে যান।তারপর সে আর সেখান থেকে রাত্রে বাড়ি ফেরে নি।নিখোঁজ হয়ে যায় মইনুল হকের ছেলে দিলদার আলী।
এই নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ছেলের মা মরিওম খাতুন ‘বেটা ফেরত আয় বলে’ কেঁদেই চলেছেন।তিনি জানান ছেলে শনিবার দিনে ব্যবসার কাপড় কিনতে গিয়েছিল বুনিয়াদ পুরে।সেখান থেকে আর বাড়ি ফেরেনি।নিখোঁজ হয়ে যায় দিলদার আলী।এই মর্মে কুশমন থানায় চলতি মাসের ৩ তারিখ এফ আই আর দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ আটদিন পরেও খোঁজ মিলল না নিখোঁজ ছাত্রীর,অধরা অভিযুক্তরাও
এই প্রসঙ্গে নিখোঁজ ছেলের কাকা আব্দুল সামাদ বলেন, “কাপড়ে ব্যবসা করতে দিলদার শনিবার দিন বুনিয়াদপুর ব্যবসার কাপড় কিনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে আজ নিয়ে চারদিন ধরে নিখোঁজ রয়েছে, আমরা খোজা খোজির চেষ্টা করছি,খুজে পাচ্ছি না।”
থানায় অভিযোগ ও দায়ের করার পরও পুলিশ প্রশাসন সাহায্য করছে না বলে অভিযোগ করেন পরিবারের লোকজন।পুলিশ সাহায্যের আশায় রয়েছেন পরিবারের লোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584