রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
ঠিক যেন ফিল্মি স্টাইলেই ঘটলো ঘটনা।শহরের উপকণ্ঠ থেকে অপহরণ হলো যুবক।কলকাতায় চাকুরীর জন্য ডকুমেন্ট জমা দিয়ে ফিরছিলেন যুবক।সময় তখন সন্ধ্যে ৮:২৫ হিরণ কোলকাতা থেকে আগত ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে ফেরে বহরমপুর।
তারপর টোটো করে বাসস্ট্যান্ড।বাস না পাওয়ায় সামনের একটি ফাঁকা সুমো অ্যাম্বুলেন্স কে পলসন্ডা যাবে কিনা জানতে চাইলে ড্রাইভার জানায় যাবে।গাড়িতে আরো তিন জন ছিল উত্তর পাড়ার মোড়ে গাড়ির লিক সারিয়ে গাড়ি পলসন্ডায় না দাঁড়িয়ে দ্রুত গতিতে চলতে থাকে তখন গাড়িতে থাকা তিনজন আরোহী হিরণকে জাপটে ধরে ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দিতে থাকে।
আরও পড়ুনঃ বোমা উদ্ধারের রাজনৈতিক চাপানউতোর
হিরণের মতে গাড়িটি রাত্রি ১২:৩০ নাগাদ থামে।এরপর তাকে একটি অন্ধকার ঘরে রাখা হয়।তারপর অপহরণকারীরা হিরণের ফোন থেকে হিরণের বাবা নির্মল শেখকে ফোন করে ৫ লক্ষ ৬৩ হাজার টাকার মুক্তিপন দাবি করে।ঘটনার খবর জানতে পেরে তদন্তে নামে পুলিশ।
তিনদিনের অদম্য প্রচেষ্টার পর অবশেষে মুর্শিদাবাদ পুলিশ সুপার মুকেশ কুমার এবং নবগ্রাম থানার ওসি অভিজিৎ বসু মল্লিকের তৎপরতায় টাওয়ার লোকেশন এর মধ্য দিয়ে মালদা থেকে উদ্ধার করা হয় হিরনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584