নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভরা নদীতে প্রসূতি সহ ব্রিজ ভেঙে নদীতে আটকে গেল মাতৃযান।ডেবরা থানার জাগুন এলাকা থেকে মাতৃজানে করে প্রসবের জন্য ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো মামনি অধিকারীকে।
কংসাবতী নদীর ওপর টাবাগেরিয়া ডেবরা সংযোগ রক্ষাকারী বাঁশের সেতু মাতৃযানটি পারাপার করার সময় হঠাৎই সেই সেতু ভেঙে নদীতে আটকে যায় গাড়িটি।এরপর স্থানীয়দের চেষ্টায় প্রসূতি সহ গাড়িটিকে থেকে উদ্ধার করা সম্ভব হয়।
ঘন্টা খানেকের চেষ্টায় স্থানীয়দের তৎপরতাতেই কোন প্রকারে কাঠের তক্তা ফেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে। পারাপার করার ব্যবস্থাও করা হয় সেই বাঁশের সাঁকো দিয়ে।দীর্ঘদিন ধরেই এই বাঁশের সাঁকোর পরিবর্তে পাকা সেতুর দাবি জানিয়েছে স্থানীয়রা।
আরও পড়ুনঃ বেলদায় পথদুর্ঘটনায় মৃত ১
এদের ঘটনায় তীব্র ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর মধ্যে।এখনো পর্যন্ত ঘটনাস্থলে দেখা যায়নি কোনো প্রশাসনিক আধিকারিক।অল্পের জন্য প্রাণে রক্ষা পেল প্রস্তুতিসহ মাতৃযানের চালক। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584