মনিরুল হক,কোচবিহারঃ

বর্ষার মুখে মাথাভাঙা শহরের প্রাণ কেন্দ্রে থাকা সুটুঙ্গা সেতুতে ফাটল দেখা দেওয়ায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।সম্প্রতি ওই ফাটল বাসিন্দাদের নজরে আসে।বিষয়টি জানতে পাড়ার পর সেতুর দায়িত্বে থাকা পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররাও পর্যবেক্ষণ শুরু করেছেন।

বাসিন্দাদের আশঙ্কা, বর্ষার আগে যদি ওই সেতু মেরামতি না করা হয়, তাহলে বর্ষায় সেতুর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। বড় কোন অঘটন ঘটে যাওয়ারও আশঙ্কা করছেন অনেকেই। এই অবস্থায় দ্রুত সেতু মেতামতি করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
আরও পড়ুনঃ শিলাবতী সেতুতে ফাটল,বন্ধ যান চলাচল

এদিকে মাথাভাঙা পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার অরুনাভ দত্ত বলেন, “সেতুতে ফাটল এর খবর আপনাদের মাধ্যমেই জানতে পেরেছে তবে এই ফাটল সেতুর কোন ক্ষতি করবে না,কাজের কোন ভুল হয়নি।তবে একটু আলোড়ন সৃষ্টি হয়েছে তাতে ভয়ের কিছু নেই,যে ফাটল দেখা দিয়েছে তা দু একদিনের মধ্যেই মেরামত করার হবে” বলে তিনি জানিয়েছেন।
এক সময় মাথাভাঙা শহরের সাথে যোগাযোগ রক্ষার দ্বিতীয় সুটুঙ্গা সেতু কাঠের ছিল, যা দিয়ে যানবাহন চলাচল করা কার্যত অসম্ভব ছিল। একদিকে ওই সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের যেমন দাবি উঠতে থাকে,তেমনি মাথাভাঙার ঐতিহ্য ওই কাঠের সেতু রক্ষা করার দাবিও ওঠে বিভিন্ন মহলে।শেষ পর্যন্ত বাম আমলের শেষ দিকে ওই সেতু নির্মাণের কাজ শুরু হয়।
রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর ওই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়।২০১২ সালের ১২ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোর্টের মাধ্যমে ওই সেতুটি উদ্ধোধন করেন। মাত্র কয়েক বছরের মধ্যে সেই সেতুতে ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584