পিয়ালী দাস,বীরভূমঃ
এই সাপ সাধারণত বীরভূমে দেখা যায় না বললেই চলে।আকার,আকৃতি এবং স্বভাব অনেকটা লাউডগা সাপের মত কিন্তু গায়ের রং সম্পূর্ণ আলাদা।লাউডগা সাপ যেখানে গাঢ় সবুজ রঙের হয়ে থাকে,সেখানে এই সাপের রং ধূসর বাদামি।এমনই বিরল প্রজাতির সাপ উদ্ধার হল বীরভূমের দুর্গাপুর গ্রাম থেকে।
গতকাল এই বিরল প্রজাতির স্ত্রী ব্রাউন ভাইন সাপটি উদ্ধার করেন সর্প বিশেষজ্ঞ তথা জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস মহাশয়।এই সাপটি মূলত দেখা যায় ভারতবর্ষের পশ্চিমঘাট,গুজরাট,কেরালা এবং তামিলনাড়ুর বিভিন্ন এলাকায়।কিন্তু হঠাৎ করে এই বিরল প্রজাতির সাপ কি করে বীরভূমের মত এলাকায় এসে পৌঁছালো তা নিয়ে বিস্ময় সকলের মধ্যে।
আরও পড়ুনঃ বাড়ির কুয়ো থেকে গোসাপ উদ্ধার
এই ধরনের সাপ এই প্রথম বীরভূমের কোন স্থান থেকে উদ্ধার হল,যা থেকে প্রমাণিত এদের বিস্তার কেবলমাত্র পশ্চিমঘাটেই সীমাবদ্ধ নয়।রঙে আলাদা লাউডগা সাপের মতো দেখতে এই সাপের মাথায় উপর গাঢ় বাদামী রং-এর বিশেষ চিহ্ন।এই সাপের বিজ্ঞান সম্মত নাম আহেটুল্লা পুলবেরুলেন্টও (Ahaetulla pulverulentoa) এই সাপ ক্ষীণবিষ সম্পন্ন।
সাপটি উদ্ধারের পর পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানান সর্প বিশেষজ্ঞ তথা জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস মহাশয়।আজ এই বিরল প্রজাতির সাপটির পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে বন দফতর সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584