দিনে দুপুরে প্রতিবাদী যুবককে লক্ষ্য করে চললো গুলি

0
58

মনিরুল হক,কোচবিহারঃ

the bullet shot on protest boy
নিজস্ব চিত্র

প্রকাশ্য দিবালোকে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।আজ কোচবিহার শহরের রেলঘুমটি এলাকা লাগোয়া গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের করিমালা এলাকায় ওই ঘটনা ঘটেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়।স্থানীয় বাসিন্দাদের দাবি, গুলি চালানোয় অভিযুক্ত রবি ভট্টাচার্য নামে এক যুবককে পুলিশ তুলে নিয়ে গিয়েছে।তবে এনিয়ে পুলিশের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছেন, ওই এলাকায় একটি পোলট্রি ফার্ম থেকে দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে।তা নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছেন। জনবহুল ওই এলাকা থেকে পোলট্রি ফার্মটি তুলে দেওয়ার আবেদন জানিয়ে প্রশাসনের কর্তাদের কাছে আবেদন জানানো হয়েছে। আর সেই কারণেই এদিন জীবন কুমার দে নামে স্থানীয় বাসিন্দা এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও গুলি গায়ে না লেগে জীবন বাবুর বাড়ির গ্রীলে গিয়ে লাগে বলে অভিযোগ করা হয়েছে। ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী

জীবন বাবুর অভিযোগ করে বলেন, “পোলট্রি ফার্ম কেন্দ্র করে ওই ঘটনা ঘটলেও রবি ভট্টাচার্য সহ, তাঁর সাথে যুক্ত আরও তিন চারজন এরা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে থেকে ওই এলাকায় সাধারণ বাসিন্দাদের সন্ত্রস্ত করে রাখে।আজকে আমাকে খুন করার জন্যই গুলি চালানো হয়েছিল।পুলিশ এসে অভিযুক্তকে তুলে নিয়ে গেছে।আমরা অভিযোগও করেছি।” অন্যদিকে তৃণমূল কংগ্রেস ওই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, ওই এলাকায় যদি কোন ঘটনা ঘটেও থাকে,তার সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here